আপনজন ডেস্ক: শসা শুধু খাওয়ার জন্যই নয়, শসার আরও অনেক ব্যবহার রয়েছে। এই গরমে ত্বকের জত্নে শসার জুড়ি মেলা ভার। মুখে আর্দ্রতার অভাব থাকলে শসা ব্যবহার করুন। কালো ছোপ ছোপ দাগ থাকলে বা ত্বক যদি খুব প্রাণহীন মনে হয় এবং মুখে বড় ছিদ্র দেখা দেয় তাহলেও শসা ব্যবহার করতে পারেন। ত্বকে ব্যবহারের জন্য একটি টোনার তৈরি করুন। কিভাবে শসার টোনার তৈরি করবেন দেখে নেওয়া যাক। শসা খোসা ছাড়িয়ে একটি প্যানে রান্না করুন। তারমধ্যে কিছুটা জল ঢালুন যাতে শসার টুকরোগুলো জলে ডুবে যায়। এরপর অল্প আঁচে ৫ থেকে ৭ মিনিট রান্না করুন। তারপর নামিয়ে নিয়ে ঠাণ্ডা হতে দিন। তারপর সেটি ফিল্টার করে রাখতে পারেন। এটি ব্যবহারে আপনার ত্বক উজ্জ্বল এবং ত্বকের স্বাস্থ্য ভালো হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct