আপনজন ডেস্ক: খেলেন মাঝমাঠে। আক্রমণেও দক্ষ তিনি। ড্রিবলিংয়ে দারুণ পারদর্শিতার কারণে ‘টার্কিশ মেসি’ নামে ডাকেন সবাই। ১৮ বছর বয়সী এই ফুটবলারের নাম আর্দা গুলার। এই রাইজিং স্টারকে ৬ বছরের জন্য দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার তুরস্কের ক্লাব ফেনেরবাচের তরুণ ফুটবলার আর্দা গুলারকে কেনার কথা জানায় রিয়াল মাদ্রিদ। ট্রান্সফার ফি নিয়ে কিছু জানায়নি লস ব্লাঙ্কোরা। তবে স্প্যানিশ গণমাধ্যমগুলোর দাবি, ১৮ বছর বয়সী মিডফিল্ডারের জন্য ২ কোটি ইউরো খরচ করেছে রয়্যাল হোয়াইটরা। রিয়াল ছাড়াও বার্সেলোনা, পিএসজি, বায়ার্ন মিউনিখসহ ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের নজর ছিল তরুণ আর্দা গুলার ওপর। ২০১৯ সালে ফেনেরবাচের যুব দল থেকে সিনিয়র দলে সুযোগ পান আর্দা গুলার। ক্লাবটির সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেন ২০২১ সালের জানুয়ারিতে। ওই বছরের আগস্টে ইউরোপা লীগের বাছাইয়ের ম্যাচ দিয়ে মাত্র ১৬ বছর বয়সে সিনিয়র দলে অভিষেক হয়। তুরস্কের শীর্ষ লীগে অভিষেকে একটি অ্যাসিস্ট করেন তিনি। ক’দিন বাদে বনে যান লীগে দলটির সর্বকনিষ্ঠ স্কোরারও। দ্রুতই নিয়মিত একাদশে সুযোগ পেতে থাকা আর্দা গুলার মেসুত ওজিল ফেনেরবাচ ছাড়ার পর পেয়ে যান ক্লাবের ১০ নম্বর জার্সি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct