নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: আজ পঞ্চায়েত নির্বাচনের দিন গোটা রাজ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে থান্ডার স্ট্রম একটিভিটি হবে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন, উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । ওপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাগুলিতে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে ১০ জুলাইয়ের তারিখের পর থেকে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যেমন হচ্ছে তেমনি চলতে থাকবে পাসিং সাওয়ারের মতো। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ জেলাগুলিতে ভারি বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাপমাত্রার ক্ষেত্রে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে তেমন কোন পরিবর্তন নেই। কলকাতার ক্ষেত্রেও তাপমাত্রা একই থাকবে। সতর্কবার্তা হিসাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে ওপরের পাঁচটি জেলাতে। কলকাতা শহর দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রির মধ্যেই আগামী কয়েকদিন ঘোরাফেরা করবে বলে জানান সঞ্জীব বাবু।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct