রঙ্গিলা খাতুন, খড়গ্রাম, আপনজন: মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের রতনপুর গ্রামের কংগ্রেস কর্মী খুনের ঘটনার সিবিআই তদন্ত দাবি করল মৃতের পরিবার। শুক্রবার ভোট সন্ত্রাস কবলিত মুর্শিদাবাদ জেলা পরিদর্শনে এসে রাজ্যপাল সি ভি আনন্দ বোস প্রথমে যান নবগ্রামে। তারপর তিনি পৌঁছে যান খড়গ্রাম থানার রতনপুর গ্রামে। খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় রাজ্যপালের কাছে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন পরিবার ।আনন্দ বোস যখন মুর্শিদাবাদের একাধিক হিংসা কবলিত এলাকা পরিদর্শনে বেরিয়েছেন, সেই আবহে সকাল থেকে একাধিক অশান্তির ঘটনায় রাজনৈতিক চাপানউতর তৈরি হয়েছে জেলায়। পঞ্চায়েত ভোটের এক দিন আগে মুর্শিদাবাদে গেলেন রাজ্যপাল। জেলা প্রশাসন সূত্রে খবর, হাজারদুয়ারি এক্সপ্রেসে শুক্রবার বেলা ১১টা নাগাদ রহরমপুর কোর্ট স্টেশনে নামেন আনন্দ বোস। প্রথমে স্টেশন থেকে সোজা চলে যান নবগ্রামের হজবিবিডাঙায়। গত ১৫ জুন এই গ্রামেই তৃণমূলের অঞ্চল সভাপতি মোজাম্মেলকে গুলি করে খুনের অভিযোগ ওঠে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিহত মোজাম্মেলের স্ত্রীর সঙ্গে কথা বলেন রাজ্যপাল। খুনের দিনের ঘটনার কথা জানতে চান। এলাকার বর্তমান পরিস্থিতির খোঁজ নেন।এরপর খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মী ফুলচাঁদ সেখের বাড়িতে রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে গিয়ে নিহত কংগ্রেস কর্মীর পরিবারের সাথে কথা বলেন তিনি।উল্লেখ্য মনোনয়ন পর্বের প্রথম দিন ৯ ই জুন নিহত হয়েছিলেন কংগ্রেস কর্মী ফুলচাঁদ সেখ। অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এদিন রাজ্যপালকে সামনে পেয়ে বিচার চাইল নিহত কংগ্রেস কর্মী ফুলচাঁদের পরিবার। জানালেন নিরাপত্তাহীনতার কথা। ফুলচাঁদের পরিবারের সদস্য বলেন, ‘রাজ্যপালকে জানিয়েছি এখানকার পুলিশ প্রশাসন কোনও কাজ করছে না। তাই রাজ্যপালের কাছে সিবিআই তদন্তের দাবি জানিয়েছি।’ গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মী ফুলচাঁদ সেখের স্ত্রী এসমিনা খাতুন রাজ্যপালকে বলেন “আসামী ধরা হচ্ছে না। আমাদের রাতে মারতে আসছে ওরা। কাজ করছে না প্রশাসন” ঘটনাচক্রে, রাজ্যপালের এই সফরের মধ্যেই রানিনগরের ইসলামপুরে কংগ্রেস প্রার্থীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম অরবিন্দ মণ্ডল (৪৫)। তিনিও কংগ্রেস কর্মী। অভিযোগ, শুক্রবার সকালে কংগ্রেস প্রার্থীর দাদার উপর হামলা চালায় শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা। যারা জেরেই এই মৃত্যু বলে দাবি পরিবারের। শাসকদল অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct