সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: পঞ্চায়ত ভোটের ঠিক আগের দিন রাতে ফের বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমের দুবরাজপুর এলাকায়। শুক্রবার সকালে দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের ধ্ব-গ্রামের মাঠের একটি ঝোপে পরিত্যক্ত অবস্থায় দুটি জ্যারিকেন দেখতে পাওয়া যায়। জ্যারিকেনের মধ্যে মজুত বোমা দেখে স্থানীয় মানুষ খবর দেয় দুবরাজপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ। ইতিমধ্যেই সেই এলাকা ঘিরে ফেলা হয়েছে পুলিশ দিয়ে। পুলিশের প্রাথমিক অনুমান প্রায় ২০০ টি বোমা রয়েছে জ্যারিকেনের মধ্যে। এদিকে বোমাগুলো নিষ্ক্রিয় করণের জন্য খবর দেওয়া হয় সিআইডির বোম্ব ডিসপোজাল স্কোয়াডের টিমকে। তাঁরা এসে জ্যারিকেনের মধ্যে উদ্ধারকৃত বোমাগুলি নিস্ক্রিয় করে যান ফাঁকা মাঠের ধারে। তবে পঞ্চায়েত ভোটের আগে কেন এই বিপুল পরিমাণ বোমা মজুদকৃত অবস্থায় ছিল। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য সহ অন্যান্য কিছু কারণ আছে কিনা তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। বোমা উদ্ধার নিয়ে বিজেপির বিধায়ক অনুপ কুমার সাহা এবং তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় পৃথক পৃথক ভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct