আপনজন ডেস্ক: কাতারে এক ব্যক্তিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে প্যারিসে পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফির বাসায় অভিযান চালিয়েছে ফ্রান্সের পুলিশ। মামলার সঙ্গে জড়িত একটি সূত্র ঘটনাটি জানিয়েছেন সংবাদ সংস্থা এএফপিকে। ফরাসি–আলজেরিয়ান বংশোদ্ভূত সেই ব্যক্তির নাম তায়েব বেনআবদেররাহমানে। ৪২ বছর বয়সী এই ব্যক্তি গত জানুয়ারিতে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, কাতারে লবিস্ট হিসেবে কাজ করতেন তিনি। সেখানে ২০২০ সালের জানুয়ারিতে তাঁকে আটক করা হয়। স্থানীয় পুলিশ তাঁকে ছয় মাস আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। বেনআবদেররাহমানের বিরুদ্ধে অভিযোগ ছিল, নাসের আল খেলাইফির গোপনীয় কিছু নথিপত্র তাঁর কাছে আছে। কাতারের পুলিশের কাছ থেকে ২০২০ সালের নভেম্বরে ছাড়া পান বেনআবদেররাহমানে। তবে একটি চুক্তিনামায় তাঁকে সই করতে হয়েছিল—নাসের আল খেলাইফির সেসব নথিপত্র ফাঁস করতে পারবেন না। ফ্রান্সের ইন্টেলিজেন্স সার্ভিসের (ডিজিএসআই) এক বার্তায় বলা হয়েছে, খেলাইফির সেসব নথিপত্রের মধ্যে একজন নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আছে। এ ছাড়া ফিফার সাবেক সেক্রেটারি জেনারেল, কাতারের আমির তামিম বিন হাম্মাদ আল থানির সঙ্গে খেলাইফির কথা বলার অডিও তাঁর স্মার্টফোনে সেভ করা ছিল। কাতার কীভাবে ২০২২ বিশ্বকাপের আয়োজক হলো এবং টিভি সম্প্রচার স্বত্ব কীভাবে বণ্টন করা হয়েছিল—সেসব বিষয়ে আলোচনার সেই অডিও বার্তায় সেভ করা আছে বলে জানিয়েছে ডিজিএসআই। তবে বেনআবদেররাহমানের বিরুদ্ধেও আলাদা করে তদন্ত হচ্ছে। তাঁর বিরুদ্ধে পিএসজি চেয়ারম্যানকে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ আছে। পিএসজি চেয়ারম্যানের মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘তদন্তকারী ম্যাজিস্ট্রেট বিভিন্ন নথিপত্র দেখতে চেয়েছিলেন। তাকে স্বচ্ছতার সঙ্গে পূর্ণ সহযোগিতা করা হয়েছে।’ খেলাইফির আইনজীবী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct