আপনজন ডেস্ক: কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শুক্রবার বিধানসভায় ২০২৩-২৪ সালের বাজেট উপস্থাপনের সময় বলেছেন , কংগ্রেস দলের পাঁচটি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বছরে প্রায় ৫২,০০০ কোটি টাকা ব্যয় করা হবে। সিদ্দারামাইয়া ২০২৩-২৪ সালের বাজেটে ইন্ডিয়ান মেড লিকার (আইএমএল) এবং বিয়ারের উপর অতিরিক্ত আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব রেখেছেন। তিনি বলেছেন,বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেস পাঁচটি প্রতিশ্রুতি দিয়েছিল। সেই পাঁচটি ‘গ্যারান্টি’ হল, মহিলাদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণ, ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ, দরিদ্রদের জন্য ১০ কেজি বিনামূল্যে খাদ্যশস্য, পরিবারের মহিলা প্রধানের জন্য ২,০০০ টাকা এবং ৩,০০০ টাকা পর্যন্ত বেকারত্ব সুবিধা। কিছু রাজনৈতিক বিশ্লেষকের মতে, এই প্রাক-নির্বাচনী প্রতিশ্রুতিগুলি ভোটারদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল যার ফলে মে মাসে বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের বিশাল জয় হয়েছিল। কংগ্রেস ২২৪ সদস্যের বিধানসভায় ১৩৫ টি আসন পেয়ে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। বিজেপি পেয়েছে ৬৬টি আসন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নেতৃত্বাধীন জেডি (এস) পেয়েছে ১৯টি আসন। ৭৫ বছর বয়সি সিদ্দারামাইয়া অর্থমন্ত্রী হিসাবে বিধানসভায় তার ১৪ তম বাজেট উপস্থাপন করে এক ধরনের রেকর্ড তৈরি করেন। প্রয়াত রামকৃষ্ণ হেগড়ের মাইলফলক অতিক্রম করেন যিনি ১৩টি বাজেট উপস্থাপন করেছিলেন। সিদ্দারামাইয়া তাঁর বাজেট বক্তৃতায় বলেন, আমাদের পাঁচটি গ্যারান্টির মাধ্যমে বছরে প্রায় ৫২,০০০ কোটি টাকা ব্যয় করা হবে এবং এর সুফল প্রায় ১.৩ কোটি পরিবারের কাছে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। এর অর্থ আমরা প্রতিটি পরিবারকে গড়ে ৪,০০০ থেকে ৫,০০০ টাকা অতিরিক্ত আর্থিক সহায়তা দেব, যা প্রতি বছর প্রায় ৪৮,০০০ থেকে ৬০,০০০ টাকা। আমাদের নাগরিকদের জন্য একটি সার্বজনীন মৌলিক আয় প্রদানের লক্ষ্যে এটি করা হয়েছে। সারা দেশে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম। ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অনুমান অনুযায়ী, মোট ব্যয় ধরা হয়েছে ৩,২৭,৭৪৭ কোটি টাকা, যার মধ্যে রয়েছে রাজস্ব ব্যয় ২,৫০,৯৩৩ কোটি টাকা, মূলধন ব্যয় ৫৪,৩৭৪ কোটি টাকা এবং ঋণ পরিশোধ ২২,৪৪১ কোটি টাকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct