আপনজন ডেস্ক: এবার আপনার স্বাদের চার চাকা আকাশে উড়বে। আলেফ অ্যারোনটিকসের উড়ন্ত গাড়ি এবার রাস্তার পাশাপাশি উড়বে আকাশেও। মার্কিন সংস্থা ‘আলেফ অ্যারোনেটিক্স’ এর তৈরি উড়ন্ত গাড়িটি মূলত বৈদ্যুতিক শক্তিতে চলবে। মার্কিন অ্যাভিয়েশন বিভাগের আইনি প্রতিষ্ঠান 'অ্যারো ল সেন্টার' জানিয়েছে, গাড়িটির নির্মাতারা তাদের উড়ন্ত গাড়িটি ওড়ার জন্য ইউএস ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) থেকে বিশেষ সার্টিফিকেট পেয়েছে। যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া এটিই প্রথম কোন গাড়ি যেটি আকাশে উড়তে পারে। এই গাড়িটি এক থেকে সর্বোচ্চ দুজন যাত্রী বহন করতে পারবে। সড়ক পথে যানজট ও যেকোনো দুর্ঘটনার কারণে চলাচল থেমে গেলেও গাড়িটি উড়তে পারবে। এটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় তিন লাখ মার্কিন ডলার। প্রতিষ্ঠানটি বলেছে, ব্যক্তি ও কর্পোরেট পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে ইতি মধ্যে তারা ৪৪০টির বেশি গাড়ির অগ্রিম অর্ডার পেয়েছেন। তাদের প্রত্যাশা ২০২৫ সালের শেষ দিকে গ্রাহকদের কাছে এই উড়ন্ত গাড়ি সরবরাহ কাজ শুরু করতে পারবে। আলেম অ্যারোনটিকসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই উড়ন্ত গাড়ি নিয়মিত 'শহর বা গ্রামীণ রাস্তায়' চলাচলের উপযোগী করে তৈরি করা হচ্ছে। এটি পার্কিংয়ের জায়গায় ও গ্যারেজের ভেতর পার্ক করা যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct