মনিরুজ্জামান, বারাসত, আপনজন: শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে বৃহস্পতিবার ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত খড়িবাড়ি মৎস্য বাজার, গলসিয়া, ভাতুড়িয়া, মাটিয়াগাছা সহ নিজের নির্বাচনী ক্ষেত্রের বিভিন্ন এলাকায় দাপিয়ে প্রচার করলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বিদায়ী কর্মাধ্যক্ষ তথা ৩৮ নম্বর জেলা পরিষদ আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী একেএম ফারহাদ।এদিন সকালে প্রথমে খড়িবাড়ি মৎস্য বাজারে জনসংযোগ করেন। ভূমিপুত্র হওয়ার সুবাদে এলাকার পরিচিত মুখ ফারহাদ। সকলেই চেনেন তাঁকে। স্বাভাবিকভাবে ক্রেতাবিক্রেতা সকলের সঙ্গে ঘরের ছেলের মতো মিশে যান। সবার ভালোমন্দ খোঁজ নেওয়ার পাশাপাশি তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের খতিয়ান। সেই সঙ্গে আবদার উন্নয়নের সেই ধারা অব্যাহত রাখতে এবারও যেন ভোটটা তৃণমূল কংগ্রেসের গ্রামসভার,পঞ্চায়েত সমিতির এবং জেলা পরিষদ প্রার্থীদেরকেই দেওয়া হয়। এরপর গলসিয়া, ভাতুড়িয়া, মাটিয়াগাছা সহ বেশ কয়েকটি এলাকায় বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার করেন তিনি। প্রার্থীকে কাছে পেয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা বরণ করে নেন ফারহাদকে। কেউ প্রার্থীকে লক্ষ্য করে পুষ্পবর্ষণ করেন, কেউ বা মিষ্টি মুখ করান। সকলের কাছে ফারহাদ তৃণমূল সরকারের সময়ে চালু হওয়া কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, খাদ্যসাথী, কৃষকবন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ড,স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। এর পাশাপাশি কেউ এই সব প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন কি না, খোঁজখবরও নেন। এলাকা থেকে জয়ী হওয়ার পর উপযুক্ত বঞ্চিতদের প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন ফারহাদ। সেই সঙ্গে এলাকার রাস্তাঘাট, পানীয় জল, নিকাশী সহ যাবতীয় সমস্যা সমাধানেরও প্রতিশ্রুতি দিয়েছেন। এই এলাকা থেকে জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী ফারহাদ। তিনি বলেন,মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সরকারি নানান প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন। এছাড়া তৃণমূল সরকারের সময়ে শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে।সংখ্যালঘু মুসলিমদের জন্যও নানান কাজ করেছে এই সরকার। মানুষ তাই তৃণমূলের বিকল্প হিসেবে তৃণমূলকেই চাইছেন। তাই আমার জয়ের বিষয়ে কোনও চিন্তা নেই। শুধু তাই নয়, বিপুল সংখ্যক আসন নিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যের সব ক’টি জেলা পরিষদ আসন দখল করবে।নির্বাচনী প্রচারে দারুণ সাড়া পান ফারহাদ।বৃহস্পতিবার শেষ বেলার প্রাচারে আক্ষরিক অর্থে ঝড় তুললেন একেএম ফারহাদ।একেবারে টি টোয়েন্টি ফরমুলায়। কীর্তিপুর -২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিক্রমায় এদিন উপস্থিত ছিলের হাজী বাচ্চা,মানু বাবু, রবিউল হোসেন, আসাদ আলী খান,সেখ মহিউদ্দিন আহমেদ,সাহেব আলী,সাদ্দাম হোসেন,হাজী সেখকো, পিন্টু নাঈমুল ইসলাম প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct