এম মেহেদী সানি, বারাসত, আপনজন: মনোনয়নপত্র জমা দিতে আসা বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে সৌজন্যতার রাজনীতির নজির সৃষ্টি করেন অশোকনগর বিধানসভার বিধায়ক, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বিদায়ী পূর্ত কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা নারায়ণ গোস্বামী ৷ তিনি নিজেও এবার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের ২৫ নম্বর আসনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রতিদ্বন্দ্বিতা বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের ফুল মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেন ৷ তবে রাজনৈতিক প্রচারে খামতি রাখেনি কোন দলই, শাসক থেকে বিরোধী উভয়ই ভোটের লড়াইয়ে বিজয়ী হতে নিজস্ব কায়দায় প্রচার সেরেছেন ৷ সাধারণ মানুষের মতে জেলার সমস্ত প্রার্থীদের তুলনায় নারায়ণ গোস্বামীর রাজনৈতিক প্রচার ছিল একেবারেই ব্যতিক্রমী ৷ বৃহস্পতিবার শেষ দিনের প্রচারে দিনভর অভিনেতা অভিনেত্রীদের নিয়ে প্রচার সারলেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী নারায়ণ গোস্বামী ৷ এ দিন সকালে অশোকনগর বিধানসভার গুমা-১ পঞ্চায়েতের খোসদেলপুর থেকে বিড়া পর্যন্ত এবং বিকালে জয়পুল থেকে দত্তপুকুর হয়ে সন্তোষপুর পর্যন্ত হুট খোলা গাড়িতে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে রোড শো করেন বিধায়ক নারায়ণ গোস্বামী ৷ তার সূচিতে প্রতিদিন থাকছে রোড শো, পথসভা, জনসভা, এবং বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগ ইত্যাদি ৷ শেষ কয়েকদিনে নারায়ণ গোস্বামীর সমর্থনে রোড শোতে অংশ নেন শ্রাবন্তী চ্যাটার্জী, ঋত্বিকা সেন, কৌশানী মুখার্জী, রণিতা, স্বেতা, অলিভিয়া সরকার, সৌরভ দাস প্রমুখ ৷ বিধায়ক নারায়ণ গোস্বামী এবার দত্তপুকুর-১, দত্তপুকুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং কাশিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকা যে টি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের ২৫ নম্বর আসনে দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় জেলাবাসীর বাড়তি নজর রয়েছে নারায়নের দিকে ৷ প্রচারে ঘাটতি রাখেননি, এলাকাবাসীর অভাব অভিযোগ সমস্যার কথা শুনেছেন এবং তা দ্রুত সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছেন, তবে দেখার তিনি জয়লাভ করবেন কিনা ৷ সংশ্লিষ্ট বিষয়ে এদিন নারায়ণ গোস্বামী বলেন ‘১০ বছর জেলা পরিষদে ছিলাম, এবারো জেলায় সর্বত্র নারায়ণকে দেখতে পাবেন ৷’ নারায়ণের মতে, জয়ের ব্যাপারে তিনি নিশ্চিন্ত, বরং কত ভোটের ব্যবধানে জিতবেন সেটাই দেখার ৷ এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখতে উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে সকলকে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান নারায়ণ গোস্বামী ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct