তন্ময় সিংহ, শালবনী, আপনজন: এবারের পঞ্চায়েত ভোটে পশ্চিম মেদিনীপুরের শালবনীর অন্যতম নজর কাড়া কেন্দ্র খামারবাড়। তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি অমিত মারিক তৃণমূলের টিকিট পেয়েছেন। আর বিরোধী সিপিএম ও বিজেপির প্রার্থী থাকলেও তার মূল চ্যালেঞ্জ নির্দল প্রার্থী। প্রাক্তন বুথ সভাপতি দলের প্রতীক না পেয়ে নির্দল হিসেবে আম চিহ্নে দাঁড়িয়েছে। অমিত মারিকের হয়ে প্রচারে নেমেছে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তন্ময় সিংহ, সুব্রত দাস, অভিজিৎ ঘোষ, সঞ্জয় নামহাতা ও নির্মল মান্ডি। সংগঠনের আরেক কার্যকরী সভাপতি অভিজিৎ ঘোষ মানুষের দুয়ারে দুয়ারে অমিত মারিকের সাথে যাচ্ছেন দলীয় প্রার্থী কে জেতানোর আবেদন রেখে। বোঝাচ্ছেন তৃণমূলের গোঁজ নির্দল প্রার্থী অনুশাসন ভঙ্গের কথা। অমিত মারিক আশাবাদী ,সমস্ত সরকারি প্রকল্পগুলির সুবিধা মানুষকে তিনি দায়িত্ব নিয়ে এতদিন পৌঁছে দিয়েছেন তাই মানুষ তার সাথেই থাকবে
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct