নকিবউদ্দিন গাজী, কুলপি, আপনজন: ঘটনাটি ঘটেছে কুলপির দৌলতপুরে। মৃত কংগ্রেসের বুথ সভাপতি আলফাজ হালদার। জানা যায়, গত সোমবার রাতে কুলপির দৌলতপুরে নির্দল প্রার্থী গৌতম ব্যানার্জি প্রচারে বেরিয়েছিলেন আলফাজ হালদার। সেই সময় চুন ফুলির মোড়ের কাছে তৃণমূল সমর্থকদের সাথে বচসা শুরু হয় আলফাজের। স্থানীয় সূত্রে জানা যায় ওই বুথেরই এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুরুদ্দিন হালদার। স্থানীয় মানুষদের দাবি নুরুদ্দিনের সাথে তার দীর্ঘদিনের একটা পারিবারিক বিবাদ ছিল এবং আলফাজ এলাকায় একজন ভালো কংগ্রেস কর্মী বলেই পরিচিত ছিল। সেই রাত্রে তৃণমূল প্রার্থী নুর উদ্দিন হালদারের নির্দেশেই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী হামলা চালায় আলফাজের ওপর। ধারালো অস্ত্র নিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয় আলফাজকে। ঘটনার গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার কলকাতার হাসপাতালে মৃত্যু হয় আলফাজ হালদারের। এরপরই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার ঘটনায় উত্তেজনা থাকায় এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব।কোন বক্তব্য বিধায়ক নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct