বাবলু প্রামানিক, রামনগর, আপনজন: রামনগর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩৯ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাদল প্রামাণিকের ও সমিতির প্রার্থী প্রতিমা সাধুখা, জেলা পরিষদের প্রার্থী সুব্রত সরদার হয়ে আজ নির্বাচনী প্রচার। করছেন বারুইপুর পূর্বে বিধায়ক বিভাস সরদার বারুইপুর উত্তরভাগ বাজার সংলগ্ন এলাকায়। বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার বলেন সাধারণ মানুষের উন্নয়নের জুয়ার আনতে প্রথম লক্ষ্য দেখিয়েছে বাংলার একমাত্র তৃণমূল নেত্রী। সেই উন্নয়নে ধারা অভ্রত রাখতে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের হাতকে শক্ত করার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীকে জয়ী যুক্ত করা আবেদন জানালেন। বারুইপুর পূর্ব বিধানসভায় শান্তি প্রিয় এলাকায় শান্তিভাবে গণতন্ত্রের ভোট প্রক্রিয়া হবে। পদযাত্রায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আহ্বান জানানো হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct