অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ভাগাড়ের নোংরা আবর্জনা রাস্তায় চলে আসছে। এর ফলে স্বভাবতই সমস্যায় পড়তে হচ্ছে পথ চলতি সাধারণ মানুষদের। এই ঘটনায় বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। অন্যদিকে, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। পাশাপাশি, বালুরঘাট থানার পুলিশ ও ঘটনাস্থলে পৌঁছায়। উল্লেখ্য, বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাইবাড়ি লালমাটা এলাকায় রয়েছে বালুরঘাট পুরসভার বিশাল বড় ডাম্পিং গ্রাউন্ড। এখানেই সমগ্র বালুরঘাট শহরের বর্জ্য ফেলা হয়। সেখানেই রয়েছে পুরসভার ভাগার।সেখানেই চলছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ। ইতিমধ্যে বর্ষা চলে আসায় সেই ভাগাড়ের নোংরা জল রাস্তায় এসে পৌঁছচ্ছে। এর ফলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পরতে হচ্ছে স্থানীয়দের। এরই প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। এ বিষয়ে এক বিক্ষোভ প্রদর্শনকারী জানান, ভাগাড়ের নোংরা এসে রাস্তায় জমা হচ্ছে। এর ফলে এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে। আমাদের দাবি এই রাস্তা পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করা হোক পুরসভার তরফে। যাতে আমরা এই রাস্তা দিয়ে সহজে চলাফেরা করতে পারি। এবিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, সাধারণ মানুষের সমস্যা হলে তার সমাধান করার দায়িত্ব আমাদের। দীর্ঘ কয়েক বছর ধরে ডাংগিতে যাওয়ার রাস্তা খুব খারাপ অবস্থায় ছিল। প্রতিনিয়ত পথ অবরোধ হতো। বর্তমানে রাস্তাটি আমরা সম্পূর্ণ ভালো করে দিয়েছি। যাতায়াত এখন আর কোন সমস্যা নেই। এলাকাবাসীরা খুব সন্তুষ্ট। কিন্তু সমস্যা হয়েছে, পুরসভার ভাগাড় এখানে রয়েছে ।সেই ভাগাড়ের কাজ আমরা করতে শুরু করেছি। এর মধ্যে বর্ষা চলে আসায় কিছুটা নোংরা জল রাস্তার মধ্যে চলে এসেছে। গার্ড ওয়াল তৈরি জন্য টেন্ডার প্রক্রিয়া আন্ডার প্রসেসিং অবস্থায় রয়েছে। তাই আপাতত হয়তো কিছু সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি আমার নজরে আসামাত্র আমি ঘটনাস্থলে এসেছি। রাস্তাটি পরিষ্কার পরিচ্ছন্নতা করার কাজ চলছে। সাধারণ মানুষ যাতে সমস্যায় না পারেন, তার জন্য যা যা আমাদের করণীয় আমরা তা অবশ্যই করবো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct