আপনজন ডেস্ক: করোনাকালের তিন বছর পর বৃহৎ পরিসরে পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন দেশের ১৮ লাখের বেশি মুসলিম অংশ নেন। হজযাত্রীদের উন্নত সেবা দেওয়ায় তিন বিভাগে ৯ দেশকে বিশেষ সম্মাননা দিয়েছে সৌদি আরব। গত রবিবার শতাধিক দেশের প্রতিনিধিদের নিয়ে মক্কায় অনুষ্ঠিত এ সম্মেলনে ‘লাব্বাইতুম’ নামের এ সম্মাননা দেন হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রবিয়াহ ও উপমন্ত্রী ড. আবদুল ফাত্তাহ মাশাত।যথা সময়ে হজ মৌসুমের প্রাক-প্রস্তুতির প্রক্রিয়া সম্পন্ন করে ইরাক, দক্ষিণ আফ্রিকা ও আজারবাইজানের হজ অফিস প্রথম বিভাগে সম্মাননা অর্জন করে। সবচেয়ে বেশিসংখ্যক হজযাত্রীর সন্তুষ্টি অর্জন করে মালয়েশিয়া, বাহরাইন ও গাম্বিয়ার হজ অফিস দ্বিতীয় বিভাগে সম্মাননা লাভ করে। হজযাত্রীদের সর্বোচ্চ পরিমাণ গুণগত সেবা দিয়ে তৃতীয় বিভাগে সম্মাননা লাভ করে তুরস্ক, কাতার ও সিঙ্গাপুর। এদিকে হজের প্রস্তাবিত মান সর্বোচ্চ পরিমাণ বজায় রেখে ইরাকের হজ অফিস বিশেষ পুরস্কার অর্জন করে। এ ছাড়া সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা তৈরি করায় সৌদির পাঁচটি কম্পানিকে সম্মাননা দেওয়া হয়েছে। তা হলো: বাইত আল-মাশায়ের, আল-কাফ কম্পানি, আল-রাশাদ ক্যাম্প কম্পানি, শামস তাইবা কম্পানি, আজান কম্পানি লিমিটেড। তা ছাড়া হজযাত্রীদের সেবা দেওয়া সৌদির সরকারি ও বেসরকারি ৩৫টির বেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct