আপনজন ডেস্ক: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমারকে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইয়ের ইনচার্জ করা হল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৃহস্পতিবার কানহাইয়ার উপর এই নতুন দায়িত্ব অর্পণ করার কথা ঘোষণা করেন। বিহারের ভূমিপুত্র কানহাইয়া কুমার ছাত্রনেতা থাকাকালীন তার ঝাঁঝাল বক্তব্যের জন্য পরিচিত লাভ করেন। এদিন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এক চিঠিতে জানান, সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এআইসিসির তরফে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার ইনচার্জ করলেন কানহাইয়া কুমারকে। এই সংগঠনের শুরু হয়েছিল ১৯৭১ সালের ৯ এপ্রিল। ইন্দিরা গান্ধী এই সংগঠন তৈরি করেছিলেন। কেরালা স্টুডেন্টস ইউনিয়ন ও পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদকে একত্রিত করে এই সংগঠন তৈরি হয়। বর্তমানে এর দায়িত্বে ছিলেন নীরজ কুনাদন। উল্লেখ্য, কানহাইয়া কুমারের জন্ম ১৯৮৭ সালে। ছাত্র অবস্থাতেই বাম রাজনীতি করেই তার উত্থান হয়। ২০১৫ সালে ছাত্র সংসদের ভোটে জয়ী হয়ে জেএনইউ স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০২১ সালে সিপিআই ছেড়ে কানহাইয়া কুমার কংগ্রেসে যোগ দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct