আপনজন ডেস্ক: অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা মহম্মদ ফজলুর রহিম মুজাদ্দিদির নেতৃত্বে একটি প্রতিনিধি দল কংগ্রেস পার্টির সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে তার বাসভবনে দেখা করেন। সাক্ষাতে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে মুসলিমদের অবস্থান এবং এর যুক্তি সম্পর্কে তাকে অবহিত করেন। প্রতিনিধি দলে ছিলেন বোর্ডের সচিব মাওলানা আহমদ ওয়ালী ফয়সাল রেহমানি, বোর্ডের মুখপাত্র ড. সৈয়দ কাসিম রসুল ইলিয়াস, আইনি কমিটির সদস্য অ্যাডভোকেট এম আর শামশাদ, মাওলানা নিয়াজ আহমেদ ফারুকি, বোর্ডের সদস্য আরিফ মাসুদ (মধ্যপ্রদেশের বিধায়ক) এবং হামিদ ওয়ালী ফাহাদ রেহমানি। কংগ্রেসের রাজ্যসভার সদস্য ইমরান প্রতাপ গড়ী প্রতিনিধিদলকে তার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এম আর শামশাদ খাড়গেকে আইন কমিশনের কাছে বোর্ডের জমা দেওয়া নথির বিষয়বস্তু এবং তার যুক্তি সম্পর্কে অবহিত করেন। ড. ইলিয়াস কংগ্রেস সভাপতিকে বলেন, কংগ্রেস প্রাচীনতম, বৃহত্তম বিরোধী দল এবং ধর্মনিরপেক্ষ দল হওয়ায় দেশের সংখ্যালঘু, উপজাতি সম্প্রদায় ও কেবল হিন্দুদের দৃষ্টি এই ইস্যুতে তাদের দিকে। আশা করি ইউনিফর্ম সিভিল কোড ইস্যুতে কংগ্রেসের অবস্থান স্পষ্ট, সাংবিধানিক সুরক্ষা, ধর্মীয় সংখ্যালঘু এবং উপজাতি সম্প্রদায়ের পরিচয় এবং দেশের বৈচিত্র্য রক্ষার পক্ষে হবে। এছাড়া আমরা ইউনিফর্ম সিভিল কোডকে শরিয়া এবং ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতার সাংবিধানিক অধিকারের সরাসরি হস্তক্ষেপ হিসাবে বিবেচনা করি। মাওলানা আহমদ ওয়ালি ফয়সাল রাহমানি সংবিধান সম্পর্কে কথা বলার সময় অভিন্ন সিভিল কোডের প্রভাব তুলে ধরেন। মাওলানা নিয়াজ আহমেদ ফারুকিও কংগ্রেস সভাপতিকে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান। খাড়গে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন, ইউনিফর্ম সিভিল কোড নিয়ে অবস্থান নেওয়ার সময় কংগ্রেস দল সম্মানিত কর্মকর্তা এবং বোর্ডের সদস্যদের সমস্ত যুক্তি ও আপত্তি বিবেচনা করবে। পরিশেষে বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ফজলুর রহিম মুজাদ্দিদি, বোর্ডের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি কংগ্রেস সভাপতির কাছে একটি চিঠি উপস্থাপন করেন, যাতে দেশ ও জাতির জন্য ইউনিফর্ম সিভিল কোডের প্রভাব ও আশঙ্কা প্রকাশ করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct