আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার রাজীব সিং নির্বাচনী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার রাজ্যপাল বলেছেন, ‘এই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। রাজ্যে এই নির্বাচন নিয়ে যে রক্তের হোলি খেলা শুরু হয়েছে, তা দমনে আপনি ব্যর্থ। মানুষ হতাশ। হিংসার যে রক্ত কমিশনারের হাতে লেগে আছে পবিত্র গঙ্গাজলেও তা ধোয়া যাবে না। তাই সময় আছে রাজধর্ম পালন করুন।’ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে ৮ জুলাই। তবে এর আগে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া ও প্রচারের সময় সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। বেশির ভাগ হামলায় শাসকদল তৃণমূল কংগ্রেস জড়িত ছিল বলে বিরোধীদের অভিযোগ। এসব বিষয়ে নিয়ে দুপুরে রাজ্যপাল রাজভবনে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে রাজ্যপাল বলেন, ‘এই বাংলায় হিংসার স্থান নেই। মানুষের চোখের জল দেখেছি ভাঙর, পুরুলিয়া, বাসন্তীতে। এ ঘটনার কারা ঘাতক, তা রাজ্য নির্বাচন কমিশনারকে জানা উচিত। দেখেছি মানুষের, শিশুদের চোখের জল। দেখেছি হিংসায় মৃত্যু পিতৃহারা শিশুদের, তাদের কান্না শুনেছি। তাই বলছি রক্ত দিয়ে রাজনৈতিক হোলি খেলা বন্ধ হোক।’ রাজ্যপাল আনন্দ বোস বলেন, ‘আমিই এই কমিশনার রাজীব সিংকে নিয়োগ করেছিলাম। তিনি রাজ্যবাসীকে হতাশ করেছেন। তাই বলছি কমিশনার মানুষের কথা শোনার চেষ্টা করুন। এখন ডবল ব্যালট ছাপানোর অভিযোগ উঠে আছে। তাই বলছি আগুন নিয়ে খেলবেন না। সময় আছে সুষ্ঠু নির্বাচন করার উদ্যোগ নিন।’ এবারের এই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে ৩ ১৭ গ্রাম পঞ্চায়েতের ৬৩ ২৯ আসনে, ৩৪১ টি পঞ্চায়েত সমিতির ৯৭৩০ আসনে, ২২ জেলা পরিষদের ৯২৮ আসনে। মোট বুথের সংখ্যা ৬১৬৩৬। ভোটার ৫,৬৭, ২২৩৪ জন। নিরাপত্তায় থাকছে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০ হাজার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct