আপনজন ডেস্ক: ক্লাসের মধ্যে পঠন পাঠনের মধ্যে বিভ্রান্তি কমাতে এবার বড় সড় সিদ্ধান্ত নিতে চলেছে নেদারল্যান্ডস সরকার। সামনের বছরের ১ জানুয়ারি থেকে স্কুলের মধ্যে মোবাইল ফোন, ট্যাবলেট ও স্মার্টওয়াচ নিষিদ্ধ করতে যাচ্ছে তারা। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এসব উপকরণ ক্লাসে নিষিদ্ধ থাকবে। এ ব্যাপারে নেদারল্যান্ডসের শিক্ষা মন্ত্রণালয় বলছে, এই সব ডিভাইস ব্যবহারের অনুমতি শুধুমাত্র তখনই দেওয়া হবে যখন সেগুলো বিশেষভাবে দরকার হবে। ডিজিট্যাল দক্ষতা পাঠের সময়, চিকিৎসাজনিত কারণ অথবা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ক্লাসের মধ্যে এই গ্যাজেটের ব্যবহার হতে পারে। এ ব্যাপারে ডাচ শিক্ষামন্ত্রী রবার্ট ডিজকগ্রাফ বলেছেন, 'যদিও মোবাইল ফোন আমাদের জীবনের সঙ্গে জড়িত, তবুও তা স্কুলের ক্লাস রুমে অন্তর্ভুক্ত নয়। এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের ক্লাস রুমে মনোযোগ বাড়াবে এবং ভালোভাবে পাঠদানের সুযোগ তৈরি হবে। মোবাইল ফোন একটি ঝামেলা। এটি বৈজ্ঞানিক গবেষণা দেখিয়ে দেয়। এর বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীদের রক্ষা করতে হবে। এই নিষেধাজ্ঞা মন্ত্রণালয়, স্কুল ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে একটি চুক্তির ফল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct