নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দক্ষিণ ২৪পরগনার ভাঙড় থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) ৮২ জন প্রার্থী পঞ্চায়েত নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নাম উধাওয়ের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ভাঙড়ের ৮২ জন আইএসএফ প্রার্থী। তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানায় কমিশন। হাইকোর্টের একক বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহা রাজ্য নির্বাচন কমিশনকে ওই ৮২ জনের মনোনয়নপত্র পুনর্বিবেচনা করতে হবে বলে যে নির্দশ দিয়েছিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের বেঞ্চ মঙ্গলবার সেই আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আদালত এই মুহূর্তে হস্তক্ষেপ করছে না। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের ১০ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা না করার নির্দেশ দেয়। এই মামলায় পরবর্তী শুনানির তারিখ ১৫ জুলাই। ততক্ষণে পঞ্চায়েত নির্বাচন হয়ে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct