নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, আপনজন: মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বাখরাবাদ জগন্নাথ মন্দির ময়দানে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে একটি নির্বাচনী জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। এদিন তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে তুলে ধরার পাশাপাশি, কেন্দ্রের সরকারকে আক্রমণ করেন। রাজ্যে ১০০ দিনের কাজের বকেয়া টাকা না পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে তীব্রভাবে কটাক্ষ করার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন সমাপ্ত হবার পরই, এই রাজ্য থেকে দিল্লিতে ১০ লক্ষ লোক নিয়ে গিয়ে প্রাপ্য টাকা নিয়ে আসার জন্য তিনি উদ্যোগী হবেন বলেও মঞ্চে ঘোষণা করেন। তিনি বলেন, রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথেই আছে। বিজেপি মুখে বড় বড় কথা বলে কাজ করে না। বিজেপির সমালোচনা করে অভিষেক বলেন, ওরা বলছে বিজেপি এলে লক্ষী ভান্ডারের ৫০০ নয়, ওটা ২০০০ টাকা করে দেবে। ওরা দেশের যে বারোটা রাজ্যে ক্ষমতায় আছে, যেকোনো একটা রাজ্যে সেটা করে দেখিয়ে দিক। তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো ওরা করতে পারলে। আপনাদের ওরা অনুদান কি দেবে ,উল্টে আপনাদের প্রাপ্য টাকা ওরা আটকে দিচ্ছে। পঞ্চায়েতে ওরা জিতলে কোন উন্নয়ন করবে না, বরং উন্নয়নের কাজ কোন পদ্ধতিতে আটকে দেওয়া যায় সেই চেষ্টা অবশ্যই করবে। আপনারা দেখুন তৃণমূল আপনাদের এলাকায় কত রকমের প্রকল্পের কত কাজ করেছে। বিজেপির যদি দম থাকে তাহলে আসুন রিপোর্ট কার্ডের ভিত্তিতে লড়াই হোক। কে কি করেছে! বিজেপির নেতারা পারবে তো? ভোকাট্টা করে মাঠের বাইরে বের করে দেব। তাই পঞ্চায়েতেও আপনারা যদি আশীর্বাদ করেন, পঞ্চায়েত নির্বাচন শেষ হলেই সুদ সমেত উন্নয়নের মাধ্যমে আপনাদের তা ফেরত দিয়ে যাব। অভিষেক বলেন, মনে রাখতে হবে, যে কটা আবর্জনা রয়ে গিয়েছে, সেগুলোকে এবার বিদায় দিতে হবে। আপনারা কাজের হিসাব নিন তারপরে জোড়া ফুলে ভোট দিন। যাদের হাতে উন্নয়ন করার কিছু নেই, ধর্মের নামে তারা ভোট করানোর চেষ্টা করে, তার মানে তারা দেউলিয়া। দলের বিরুদ্ধে প্রার্থী হওয়া নির্দলদের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে ঘোষনা করেন, “এদের কাউকেই দলে আর ফিরিয়ে নেওয়া হবে না”। দলীয় প্রার্থীর বিরুদ্ধে যাওয়া নির্দল প্রার্থীদের ভোট না দেওয়ার জন্যও তিনি আবেদন করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct