আপনজন ডেস্ক: হাসপাতালে ভর্তি করা হয়েছে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী জুলু জাতিগোষ্ঠীর রাজা মিসুজুলু কা জুয়েলথিনিকে। সন্দেহ করা হচ্ছে, তিনি বিষপ্রয়োগের শিকার হয়েছেন। জুলু রাজার প্রধানমন্ত্রী মাংগোসুথু বুথেলেজি জানিয়েছেন, চিকিৎসার জন্য ইসোয়াতিনিতে গেছেন জুয়েলিথিনি। শনিবার অসুস্থ বোধ করার পর তাকে হাসপাতালে নেয়া হয়। গত বছরের অক্টোবরে জুলু জাতিগোষ্ঠীর নতুন রাজা হিসেবে মিসুজুলু কা জুয়েলিথিনিকে স্বীকৃতি দেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। নতুন রাজাকে স্বীকৃতি দেওয়ার এই অনুষ্ঠান বহুদিন আটকে ছিল আইনি বিবাদের কারণে। মিসুজুলু কা জুয়েলিথিনিকে বড় ধরনের অনুষ্ঠান করে রাজমুকুট পরানো হয়েছিল গত বছর অগাস্টেই। এক বছর ধরে সিংহাসনের উত্তররাধিকারী হওয়া নিয়ে পারিবারিক বিরোধের পর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে মুকুট পরানো হয়। পরে অক্টোবরে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কাছ থেকে স্বীকৃতি পান জুলু রাজা। তাকে বিষপ্রয়োগের যে সন্দেহ করা হচ্ছে, এর পেছনে রাজপরিবারের কোনো সদস্য জড়িত কিনা সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। দক্ষিণ আফ্রিকার পুলিশ এখনো কোনো মন্তব্য করেনি। জুলু রাজার প্রধানমন্ত্রী মাংগোসুথু বুথেলেজি বলেন, আমরা রাজার অবস্থা নিয়ে উদ্বিগ্ন। জুলু জাতি হিসাবে আমরা রাজার পূর্ণ ও দ্রুত আরোগ্য কামনা করছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct