নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ ও পুলিশের নজরদারি।অথচ থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ভোট প্রচারে বাধা এবং এসইউসিআই প্রার্থী ও কর্মীদের হেনস্থা করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এমনকি ছিঁড়ে দেওয়া হয়েছে প্রচার গাড়ির ব্যানারও। ঘটনাটি ঘটেছে রবিবার রাত আটটা নাগাদ হরিশ্চন্দ্রপুর সদর এলাকাতেই। ঘটনার জেরে এদিন রাতে হরিশ্চন্দ্রপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।এই নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ১১ নং জেলা পরিষদের এসইউসিআই প্রার্থী মোসারফ হুসেন। অভিযোগের তীর হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান সঞ্জীব গুপ্তা ও তার দলবলের বিরুদ্ধে।যদিও অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান সঞ্জীব গুপ্তা। এসইউসিআই নেতৃত্বের অভিযোগ, রবিবার রাত আটটা নাগাদ তাদের দলের পঞ্চায়েত এবং জেলা পরিষদের প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করে বাড়ি ফিরছিলেন। এই সময় সদর এলাকায় হরিশ্চন্দ্রপুর হাসপাতাল মোড়ে তৃণমূলের একটি ক্যাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় ওই ক্যাম্পে কিছু শাসক দলের কর্মী এসইউসিআই-এর প্রচার গাড়িকে আটকে এসইউসিআই প্রার্থী এবং কর্মীদের হেনস্থা করেন। ওই সময় ক্যাম্পে ছিলেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান সঞ্জীব গুপ্তা এবং আরও অন্যান্য সক্রিয় কর্মীরা। সঞ্জীব গুপ্তার উপস্থিতিতে এই ধরনের কান্ড ঘটিয়েছে তৃণমূল কর্মীরা বলে অভিযোগ। প্রার্থী মোশারফ হুসেন জানান, ভোটের প্রচার করতে গিয়ে শাসকদলের বাধার মুখে পড়তে হচ্ছে। আমরা নিরাপত্তার অভাব বোধ করছি।শাসকদলের একজন নেতার সামনে এভাবে আমাদের দলের কর্মী ও প্রার্থীদের হেনস্থা করা হলো।নিশ্চয়ই ওনারও মদদ ছিল।হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct