অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বধূ নির্যাতনের ঘটনায় এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করলো আদালত। দোষীকে ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। সোমবার সাংবাদিকদের এমনটাই জানালেন বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বাসিন্দ প্রদীপ পাহান এর বিরুদ্ধে তার স্ত্রী বধূ নির্যাতনের অভিযোগ আনেন। বিয়ের পর থেকেই প্রদীপ পাহান তার স্ত্রী উপরে মানসিক নির্যাতন করতেন। পরবর্তীতে বছর দুয়েক পরে তাদেরকে কন্যা সন্তান জন্মালে নির্যাতনের পরিমাণ আরো বেড়ে যায় বলেই অভিযোগ। এরপরই বালুরঘাট থানা এলাকার বাসিন্দা প্রদীপ পাহানের স্ত্রী তার বিরুদ্ধে বধূ নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করেন থানায়। সে অভিযোগের ভিত্তিতেই পরবর্তীতে বালুরঘাট জেলা আদালতে মামলা শুরু হয়। সেই মামলায় অভিযুক্ত প্রদীপ পাহান কে দোষী সাব্যস্ত করে আদালত। এ বিষয়ে বালুঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী, ঋতব্রত চক্রবর্তী জানান, গত ২০১৫ সালের ১৪ আগস্ট এই মামলাযর মূল বাদী বালুরঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার স্বামী প্রদীপ পাহান এবং শ্বশুর বাড়ির অন্যান্য আত্মীয়র বিরুদ্ধে। তারা বিয়ের পর থেকে বিশেষত দু’বছর পর কন্যা সন্তানের জন্মানোর পর থেকে নানা কারণে এবং পণের দাবিতে শারীরিক ও মানুষের নির্যাতন করত অভিযোগকারী শ্বশুর বাড়ির লোকেরা। এই অভিযোগের ভিত্তিতে বালুরঘাট থানায় একটি মামলা রুজু হয়। সে মামলাটি চলছিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌরিক রায়ের এজলাসে। সোমবার বিচারক প্রদীপ তাহানকে দোষী সাব্যস্ত করেন এবং ৪৯৮ ধারায় তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct