তাবাস্সুমা খাতুন, বসিরহাট, আপনজন: বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গির আশঙ্কা। সেকারণে তৎপর পিফা পঞ্চায়েত প্রশাসন। এদিনের বিরল নজির দেখা গেল পিফা পঞ্চায়েতে, পিফা পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাড়ি বাড়ি গিয়ে প্রচারের পাশাপাশি ডেঙ্গি নিয়ে প্রচার করলেন তিনি। এলাকার বিভিন্ন জায়গায় ছড়ালেন ব্লিচিং পাউডার পঞ্চায়েত সমিতির প্রার্থী আদম আলী মৃধা। ডেঙ্গি নিয়ন্ত্রণে নিজের ভোট প্রচারের পাশাপাশি সচেতনতা মুলক প্রচার শুরু করলেন এলাকায়। ফের দুয়ারে কড়া নারছে মশাবাহীত রোগ ডেঙ্গির। প্রতিবছর মুলত জুলাই মাস থেকেই বিভিন্ন জায়গায় আগমন ঘটে মশাবাহিত এই মারন রোগের। বিগত বছর গুলিতে বেশ কয়েকজন এই রোগে প্রানও হারিয়েছে বিভিন্ন এলাকায়। যাতে এলাকায় থাবা বসাতে না পারে এই ডেঙ্গি রোগ সেই কারনেই এই উদ্যোগ । এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী আদম আলী মৃধা বলেন, এখন বর্ষার সময় এই জুলাই মাসে বিভিন্ন জায়গায় মশার লার্ভা জমে ডেঙ্গি মশার বাড়ন্ত বাড়ে। যার কারণে বিভিন্ন জায়গায় এই রোগে আক্রান্ত হয় মানুষ। তাই আমার ভোট প্রচারের পাশাপাশি মানুষকে সচেতন করতে এলাকায় এলাকায় ব্যানার নিয়ে প্রচার করেছি। পাশাপাশি ব্লিচিং পাউডার থেকে শুরু করে মানুষকে সচেতন করা হয়েছে। যাতে তারা রাতে মশারি টাঙিয়ে ঘুমাতে যান। পাশাপাশি বাড়ির আশপাশে পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। আমরা দেখেছি বসিরহাট স্বাস্থ্য জেলা এই নিয়ে ব্যাপক প্রচার অভিযান চালাচ্ছেন। তাই মানুষের কথা মাথায় রেখে এইরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct