নকীবউদ্দিন গাজী, ডায়মন্ডহারবার, আপনজন: পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ডায়মন্ড হারবার এসডিপিওর কাছে ডেপুটেশন জমা দিলো ডায়মন্ড হারবারের বিধানসভার তৃণমূল কংগ্রেস। বিধায়ক পান্নালাল হালদার অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে ডায়মন্ড হারবার এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে বিরোধীরা হুমকি দিচ্ছে এমন কি বেশ কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুরের অভিযোগ করা হয়। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানালেও সেভাবে কোন পদক্ষেপ গ্রহণ করেননি। তাই সোমবার ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আরক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিল শাসক দলের । এদিন উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম অধিকারী ২ নম্বর ব্লকের যুব সভাপতি মেহবুবা রহমান ও ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন ও ডায়মন হারবার বিধানসভার অবজারভার শামীম আহমেদ তৃণমূল কংগ্রেসের জেলার মহিলা নেত্রী মনমোহিনী বিশ্বাস , শিক্ষক নেতা মইদুল ইসলাম সহ একাধিক তৃণমূল কংগ্রেসের ব্যক্তিবর্গ পাশাপাশি উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পৌরসভার একাধিক কাউন্সিলর ও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান। তৃণমূল কংগ্রেসের অভিযোগ সিপিএম তৃণমূল ও আই এস এফ এর পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের পার্টি অফিস ভাঙচুর তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে মারধর করছে পাশাপাশি পুলিশ প্রশাসনকে জানালেও সেভাবে কোনোভাবেই পদক্ষেপ করছে না। সেই কারণে এই বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়। এদিন ডায়মন্ডহারবার এসডিপিও মিথুন কুমার দে বলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দিয়েছে তাদের অভিযোগের কথা লিখে জানিয়েছেন, অবশ্যই আইনতভাবে বিষয়টি তদন্ত করে আইনত ব্যবস্থা নেয়া হবে। তবে, পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দলের এই ডেপুটেশন অবাক করে দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct