আপনজন ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বড় আকারের সামরিক অভিযানে এ পর্যন্ত আট ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন সে দেশের কর্মকর্তারা। আহতের সংখ্যা ৫০-এরও বেশি। প্রায় ১৪ হাজার ফিলিস্তিনির বাসস্থান এই জেনিন ক্যাম্পটির ওপর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এরপর হাজার হাজার সেনা পাঠিয়েছে, ফলে এখন রাস্তায় রাস্তায় বন্দুকযুদ্ধ হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা জেনিন এলাকায় ‘সন্ত্রাসী অবকাঠামোর’ ওপর আঘাত হানছে এবং ২০ ফিলিস্তিনিকে আটক করেছে। কিন্তু ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহামেদ শেতায়েহ বলেছেন, ইসরায়েল ক্যাম্পটি ধ্বংস করে এখানকার বাসিন্দাদের বাস্তুচ্যুতির চেষ্টা করছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অভিযান শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে আট ব্যক্তি নিহত হয়েছে এবং ৫০ জন আহত হয়েছে, যার মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। জেনিনের বৃহৎ শরণার্থী শিবিরটির কেন্দ্রস্থলে একটি অ্যাপার্টমেন্ট ভবনের ওপর ড্রোন হামলা চালানো হয়েছে। সেখান থেকে বিবিসির ইয়োলান্দে নেল জানাচ্ছেন, গত কয়েক বছরের মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলের সবচেয়ে বড় আক্রমণগুলোর মধ্যে এটি অন্যতম। তিনি জানান, নিয়মিত বিরতিতে জোরালো বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct