আপনজন ডেস্ক: হজ শেষে দেশে ফিরতে ইচ্ছুক হাজিদের চার নির্দেশনা দিয়েছে সৌদি আরব। হাজিদের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় এ চারটি নির্দেশনা দিয়েছে। আখবার ২৪ ডট কমের খবরে বলা হয়েছে, বিমানযাত্রায় যেকোনো সমস্যা এড়াতে চারটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে।
> যাত্রার আগে তারিখ এবং সময় সম্পর্কে জেনে নিতে হবে।
> নির্ধারিত সময়ের আগে ব্যাগ গুছিয়ে নিতে হবে।
> জিনিসপত্র বহনের ক্ষেত্রে টিকিটে উল্লিখিত ওজনের প্রতি খেয়াল রাখতে হবে।
> টিকিটে উল্লিখিত সময়েই বিমানবন্দরে উপস্থিত হতে হবে। এছাড়াও জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে হজযাত্রীদের জন্য বহনযোগ্য নয় এমন জিনিসের তালিকা প্রকাশ করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ তীর্থযাত্রীদের বহন করার জন্য লাগেজের আকার সম্পর্কে জানিয়েছে। কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, তীর্থযাত্রীরা তাদের সঙ্গে নিষিদ্ধ জিনিস না আনলে তাদের ভ্রমণ প্রক্রিয়া দ্রুত ও সহজে পরিচালনা করা হবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, হজযাত্রীরা সঙ্গে করে নিষিদ্ধ জিনিস বহন না করলে ভ্রমণ প্রক্রিয়া দ্রুত ও সহজে শেষ করা সম্ভব হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct