আপনজন ডেস্ক: বিশ্বকাপের সূচি ঘোষণা হয়েছে গত ২৭ জুন। তবে ভারতে হতে যাওয়া বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। বাবর আজমদের বিশ্বকাপে খেলতে ভারতে যাওয়া নির্ভর করছে সে দেশের সরকারের ওপর। এ জন্য ভারতে যাওয়ার অনুমতি পেতে সরকারের কাছে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।চিঠি দেওয়ার তথ্য নিশ্চিত করে ক্রিকেটবিষয়ক পোর্টাল ক্রিকইনফোকে পিসিবির একটি সূত্র বলে, ‘গত মঙ্গলবার বিশ্বকাপের সূচি প্রকাশের পরই আমরা আন্তপ্রাদেশিক সমন্বয় মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি পাঠিয়েছি। ভারতে বিশ্বকাপে খেলার অনুমতি চেয়ে পাঠানো চিঠির অনুলিপি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।’বিশ্বকাপের সূচি অনুযায়ী পাকিস্তান তাদের ৯টি ম্যাচ খেলবে ৫টি ভেন্যুতে। ভারতে যাওয়ার অনুমতি দেওয়ার আগে এ পাঁচটি ভেন্যু পরিদর্শন করবে পাকিস্তানের একটি প্রতিনিধি দল। গতকাল ভারত-পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছিল। আন্তপ্রাদেশিক সমন্বয় মন্ত্রণালয়ের (ক্রীড়া) এক কর্মকর্তা জানিয়েছিলেন, ‘নিরাপত্তা প্রতিনিধি দল ও পিসিবির প্রতিনিধি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলোর ভেন্যু পরিদর্শন ও পাকিস্তানের জন্য নিরাপত্তা ও অন্য সুবিধা কেমন থাকবে, সেটা দেখবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct