আপনজন ডেস্ক: বাঁ পায়ের অ্যাটাকিং মিডফিল্ডার হলেও জায়গা বদলে রাইট উইঙ্গার হিসেবেও খেলতে পারেন। বল নিয়ে ক্ষিপ্র গতিতে ঢুকে যেতে পারেন প্রতিপক্ষের বক্সে। দূরপাল্লার শটে গোলের সুযোগ সৃষ্টি করতে পারেন, অ্যাটাকিং থার্ডেও বল পাঠাতে পারদর্শী। ফুটবল পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ‘হু স্কোরড’–এর মতে, তিনি অপার সম্ভাবনাময় সৃজনশীল খেলোয়াড়, যাঁর সেট–পিস দক্ষতা ও কৌশল অসাধারণ। স্থানীয় সংবাদমাধ্যমগুলো তাঁকে ডাকে ‘তুর্কি মেসি’ নামে। এমন এক খেলোয়াড়কে কে না দলে চায়? পরিচয় জানানোর আগেই যাঁকে নিয়ে এত কিছু বলা হলো, তাঁর আসল নাম আর্দা গুলের। তুরস্কের এই ১৮ বছর বয়সী তরুণ খেলেন দেশটির নামকরা ক্লাব ফেনেরবাচেতে। জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে গত বছরের নভেম্বরে। সপ্তাহ দুয়েক আগেই ইউরো বাছাইয়ে ওয়েলসের বিপক্ষে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে করেছেন দুর্দান্ত গোল। সেই গোলের পর গুলেরকে নিয়ে আরও বেশি শোরগোল পড়ে গেছে। গ্রীষ্মকালীন দলবদলে প্রতিশ্রুতিশীল এই তরুণকে কিনতে উঠেপড়ে লেগেছে বেশ কয়েকটি পরাশক্তি ক্লাব। কয়েক দিন আগে মার্কা জানিয়েছিল, গুলেরকে পেতে রিয়াল মাদ্রিদ–বার্সেলোনার মধ্যে ‘যুদ্ধ’ লেগে যেতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct