নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: ফের কড়া পদক্ষেপ তৃণমূলের। পঞ্চায়েত ভোটের আগে হাওড়ায় একই দিনে ২১ জনকে পার্টি থেকে বহিষ্কার করা হলো। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নব জোয়ার কর্মসূচিতে এসে একটি কথা বারবার বলে গিয়েছিলেন দলের নির্দেশ না মেনে যারা বিরুদ্ধাচারণ করবেন, দলের নির্দেশ না মেনে যারা কাজ করবেন এবং দলের সিদ্ধান্তের বাইরে যারা যাবেন তাদের বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে। এমনকি দলের অফিসিয়াল প্রার্থীদের বিরুদ্ধে নির্দল প্রতীকে ভোটে দাঁড়ানো প্রার্থীকে সমর্থন করা বা ভোটে তাঁর হয়ে কাজ করলেও দলের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই পার্টি লাইন অনুসারেই সোমবার একই দিনে হাওড়া জেলা সদরে পার্টির মোট ২১ জনকে দল থেকে বহিষ্কার করা হলো। পঞ্চায়েত ভোটের আগেই পার্টি থেকে এদের বহিষ্কার করল তৃণমূল। দলের অনুশাসন না মেনে দলের অফিসিয়াল প্রার্থীদের বিরুদ্ধে নির্দল প্রতীকে ভোটে দাঁড়ানোর অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান হাওড়া জেলা সদরের তৃণমূল কংগ্রেস সভাপতি বিধায়ক কল্যাণ ঘোষ। এদিন সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের জেলা সদর তৃণমূল আইএনটিটিইউসি সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার। প্রসঙ্গত, আজ নিয়ে এখনও পর্যন্ত মোট ৩৫ জনকে দল থেকে বহিষ্কার করা হল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct