আপনজন ডেস্ক: কলকাতা এলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। দুই দিনের সফরে কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে মার্তিনেসের। তাকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। কলকাতা বিমানবন্দরে মোহনবাগান এবং আর্জেন্টিনা ভক্তদের উচ্ছ্বাসের ছবি ধরা পরে এদিন। কলকাতায় এসে মার্তিনেস জানান, এখানে এসে তিনি আনন্দিত। খুবই উত্তেজিত এবং আনন্দিত। সোমবার বিকেল কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। মঙ্গলবার থেকে শুরু তার মূল কর্মসূচি। সেদিন মিলন মেলা প্রাঙ্গণে, দুপুরে একটি আলোচনা অনুষ্ঠানে নিজের গল্প শোনাবেন তিনি।বিকেলে মোহনবাগান মাঠে আসবেন বিশ্বকাপজয়ী গোলকিপার। মোহনবাগান রত্ন স্মারকটি তুলে দেওয়া হবে তার হাতে। পাশাপাশি পেলে- মারাদোনা-সোবার্স নামাঙ্কিত মোহনবাগান গেটের উদ্বোধন করার কথা তার। ৫ই জুলাই, শ্রীভূমিতে রাজ্যের মন্ত্রী সুজিত বসু আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। সেখান থেকে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা তার। এদিন আর্জেন্টিনা ফুটবলের এই তারকাকে দেখতে কলকাতা বিমানবন্দরে ফুটবলপ্রেমীদের ভিড় ছিল নজর কাড়ার মত। এত ফুটবলপ্রেমীকে একসঙ্গে দেখে এবং তাদের উচ্ছ্বাস থেকে বারবার হাত নেড়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct