জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: সময় বেঁধে দিলেন অভিষেক, একশো দিনের কাজের বকেয়া টাকা ও আবাস যোজনার টাকা আদায় করতে পঞ্চায়েত ভোটের দেড় মাসের মধ্যেই দিল্লি যাত্রা করবেন তিনি। সঙ্গে থাকবেন দশ লক্ষ লোক। যার মধ্যে পুরুলিয়ারই এক লক্ষ লোককে নিয়ে যাবেন দিল্লি ঘোষণা করলেন অভিষেক। সোমবার পুরুলিয়ার বাঘমুন্ডি থানার কালিমাটি ভবানীবালা আদিবাসী বিদ্যাপীঠ গ্রাউন্ডে তৃণমূলের আয়োজিত দলীয় জনসভায় তিনি পরিষ্কার বলেন যে ভাবে পশ্চিমবঙ্গ কে বঞ্চনা করা হচ্ছে তার জন্য দিল্লি তে দশ লক্ষ মানুষের জমায়েত করতেই হবে। এদিন তিনি আগাগোড়া থেকেই আক্রমণ করে যান বিজেপিকে লক্ষণীয় ভাবেই কংগ্রেস বা বামেদের সেভাবে আক্রমণ করেন নি। শুধু একবার বলেছিলেন বিজেপির পাশাপাশি কংগ্রেস কে ভোট দিলেও কিন্তু লাভ হবে না। গোটা বক্তব্য জুড়ে তিনি বিজেপির প্রতি আক্রমণ ও তৃণমূল সরকারের উন্নয়নের কাজের খতিয়ান তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করে অভিষেক আরও বলেন কন্যাশ্রী থেকে শুরু করে যে সব সামাজিক প্রকল্প তিনি চালু করেছেন তা ভারতবর্ষের আর কোনো রাজ্যেই নেই। কয়েকদিন আগে বিজেপি নেতারা বলেছিলেন তারা ক্ষমতায় এলে লক্ষীর ভান্ডার প্রকল্পের পাঁচশো টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হবে। অভিষেক বলেন বিজেপি অন্তত বারোটি রাজ্যে ক্ষমতায় রয়েছে সেগুলোর মধ্যে একটিতেও কিন্তু লক্ষীর ভান্ডার চালু নেই। তাহলে তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষকে ভাউতা দেওয়ার জন্য একথা বলছেন। সবশেষে গোটা পুরুলিয়াবাসীর পাশাপাশি বাঘমুন্ডি বিধানসভার মানুষকে তিনি এদিন তৃণমূল সরকারের পক্ষে ভোট প্রদান করার আহ্বান জানিয়ে সভা শেষ করেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্র মন্ত্রী (অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের) সন্ধ্যারানী টুডু, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া ,জেলা আইএনটিটিইউসির সভাপতি উজ্জ্বল কুমার ,জেলা যুব তৃণমূলের সভাপতি মেঘদূত মাহাতো,পুরুলিয়া জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি সুজয় ব্যানার্জী প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct