আপনজন ডেস্ক: বিতর্কিত ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) নিয়ে সোমবার বৈঠক করেছে পার্সোনাল, পাবলিক গ্রিভেন্স, আইন ও বিচার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রাজ্যসভার সাংসদ সুশীল মোদীর নেতৃত্বাধীন কমিটি ইউসিসি সম্পর্কে জনসাধারণের মতামত চেয়ে আইন কমিশনের বিজ্ঞপ্তির পরে এই সংসদীয় কমিটির বৈঠক। ইউসিসি নাগরিকদের ব্যক্তিগত আইন প্রণয়ন এবং বাস্তবায়নের প্রস্তাব দেয় যা ধর্ম, লিঙ্গ, লিঙ্গ এবং যৌন অভিমুখীতা নির্বিশেষে সমস্ত নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য। বর্তমানে, বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিগত আইন তাদের ধর্মীয় ধর্মগ্রন্থ দ্বারা নিয়ন্ত্রিত হয়। গত মাসে ভারতের আইন কমিশন ইউসিসি পরীক্ষা করার জন্য সাধারণ জনগণ এবং স্বীকৃত ধর্মীয় সংগঠনগুলির মতামত এবং ধারণা চেয়েছিল। জনগণকে সেই মতামত ১৪ জুলাইয়ের মধ্যে পাঠানোর কথা বলা হয়েছিল। এদিন সুশীল মোদী দাবি তোলেন, যাতে আদিবাসী ও যাঁরা উত্তর পূর্বের আদিবাসী বাসিন্দা তাদের অভিন্ন দেওয়ান বিধির আওতা থেকে বাইরে রাখা হোক। তবে, তিনি এর আওতা থেকে সংখ্যালঘূদের বাদ দিতে চাননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct