সেখ রিয়াজুদ্দিন, দুবরাজপুর, আপনজন: হেলিকপ্টার বিপর্যয়ে পায়ে ও কোমরে চোট পাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাই সশরীরে নির্বাচনী প্রচারে যেতে পারছেন না। তাই সোমবার বীরভূমের দুবরাজপুরের সভায় কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি বক্তৃতা দিলেন তৃণমূল সুপ্রিমো। বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল জেলবন্দি থাকায় তার অনুপস্থিতিতেই বক্তৃতা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তার বক্তব্যে এসে যায় ানুব্রত মণ্ডল প্রসঙ্গ। দল এবং তৃণমূল নেত্রী যে এখনও অনুব্রত মণ্ডলের পাশে আছেন তা স্পষ্ট হয়ে ওঠে এদিন। গরু চোরাচালান মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি গত এক বছর ধরে জেলে রয়েছেন। গত বছরের আগস্টে তাঁকে গ্রেফতার করে সিবিআই। পরে গ্রেফতার করে ইডি। বর্তমান ঠিকানা তিহার জেল। তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল তাই যে অনুব্রত অভাব অনুভব করছে, তা মমতা বুঝিয়ে দেন। মমতার বলেন কেষ্টকে আজ পাওয়া যাচ্ছে না। কিন্তু কেষ্ট আমাদের ঘরের সন্তান। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। তার মেয়েকে পর্যন্ত আটকে রেখে দিয়েছে। যদি সে অন্যায় করে কোর্টে প্রমাণ করুক। নিজেদের সুবিধার জন্য ওকে শুধু শুধু আটকে রেখে দিয়েছে, যাতে ও পঞ্চায়েতটা করতে না পারে। আর বিজেপির গদ্দারগুলো, যারা কোটি কোটি টাকা নয় ছয় করেছে, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।তিনি আরও বলেন, ‘আপনারা কি মহারাষ্ট্র দেখেছেন? তা না হলে কোটি কোটি টাকার দুর্নীতিতে জড়িয়ে পড়বে বিজেপি। আর তারা যখন বিজেপিতে যাচ্ছে, তখন বিজেপির ওয়াশিং মেশিনে তা সাদা হয়ে যাচ্ছে। যে কোনও দল তৃণমূল ও বিজেপির বিরোধিতা করলে ইডি, সিবিআই-এর হুমকি দেওয়া হচ্ছে।এদিন মমতা বলেন, ‘বাড়ি থেকে চাকরি দিয়ে আমি সব কিছু করেছি। বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ। আমরা সেটাই করব’। পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বীরভূমবাসীর উদ্দেশে মমতা বলেন, ‘দেউচা-পাচামি প্রকল্প খুব শিগগিরই শুরু হবে। এটি লক্ষ লক্ষ যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করবে।বীরভূমের তৃণমূল কর্মী-সমর্থক ও ভোটারদের উদ্দেশে কয়েকটি কথা বলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর পক্ষে বীরভূমে আসা সম্ভব নয়। তবে আপনারা অবশ্যই ভোটের পর আসবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct