আপনজন ডেস্ক: অবশেষে পঞ্চাযেত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে সমস্যা মিটতে চলেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল তার পুরোটাই দিতে সম্মত হল কেন্দ্র। ফলে, যে ৪৮৫ কোম্পনি কেন্দ্রীয় পাহিনী পাঠানো নিয়ে ধোঁয়াশা ছিল তা মিটতে চলেছে। তবে, কেন্দ্রের এই সায় মিলর যখন কলকাতা হাইকোর্টে কেন্দ্র রাজ্যের আর্জি মতো বাহিনী না মেলার বিরুদ্ধে জোর সওয়াল চলছিল। সোমবার কলকাতা হাইকোর্টে আদালতের নির্দেশ না মানায় অবমাননার মামলা চলছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় গুপ্তের ডিভিশন বেঞ্চে। বিজেপির হয়ে দিল্লি থেকে ভার্চুয়ালি অংশ নেন আইনজীবী গুরুকৃষ্ণ। সেই সময় রাজ্য নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য মোবাইল দেখতে দেখতে উঠে যান কমিশনেরই আইনজীবী জিষ্ণু সাহার কাছে। দুজনের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথনের পরেই জিষ্ণু সাহা বেঞ্চকে বললেন, ‘মাই লর্ড, আমার একটা কথা বলার আছে। এইমাত্র খবর পেলাম, কেন্দ্র আরও ৪৮৫ কোম্পানি বাহিনী মঞ্জুর করে দিয়েছে। এরপর আর মামলা এগোয়নি। আদালত জানায়, সোমবার আর এই নিয়ে শুনানি নয়, পরের দিন অর্থাৎ মঙ্গলবার এই নিয়ে শুনানি হবে ডিভিশন বেঞ্চে। ফলে, রাজ্য নির্বাচন কমিশনের দাবি মতো ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই এক দফায় হবে পঞ্চায়েত ভোট নিয়ে আরও কোনও সমস্যা থাকল না। তবে, বাহিনী আর বাড়ছে না। ফলে, রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্র ৪৮৫ কোম্পনি বাহিনী দিতে গড়িমসি করায় অন্য রাজ্য থেকে বাহিনী থেকে বা এ রাজ্যের পুলিশ দিয়ে ভোটে সুরক্ষার যে ব্যবস্থা করার ভাবনা করছিল তা আর করতে হচ্ছে না। অন্যদিকে, কলকাতা হাই কোর্টে পঞ্চায়েত ভোটের দফা বৃদ্ধির আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা করেছিলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ বিধায়ক নওশাদ। যদিও অধীর চৌধুরির বাড়ানোর আর্জির শুনানি মঙ্গলবার করতে রাজি হল কলকাতা হাইকোর্ট। কেন্দ্র থেকে পুরো ৮২২ কোম্পানি বাহিনীর আশ্বাস মেলায় রাজ্য জানিয়ে দিয়েছে কোন কোন জেলায় কত স্পর্শকাতর বুথ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct