আপনজন ডেস্ক: চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে গ্রেফতার হয়েছেন অন্তত ১৭ হাজার মুসল্লি। আবাসিক আইন ভঙ্গ এবং সীমান্ত নিরাপত্তা আইন না মানাসহ অন্যান্য অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। অপরদিকে মক্কা সীমান্ত থেকে দুই লাখের বেশি মানুষকে ফেরত পাঠিয়েছে সৌদি নিরাপত্তা বাহিনী। রোববার (২ জুলাই) বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ। প্রতিবেদনে জানানো হয়, গ্রেফতার অভিযান চলে গত ৩০ জুন পর্যন্ত। এ বিষয়ে সৌদি আরবের জন নিরাপত্তা পরিচালক এবং হজ নিরাপত্তা কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মাদ আল বাসামি বলেন, অবৈধভাবে হজ করতে আসা ১৭ হাজার ৬১৫ জন মুসল্লিকে গ্রেফতার করা হয়েছে। খবরে জানানো হয়েছে, এদের মধ্যে আবাসিক আইন ভঙ্গ, সীমান্ত নিরাপত্তা আইন না মানায় ৯ হাজার ৫০৯ জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ভুয়া হজ ক্যাম্প পরিচালনা করায় ১০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাদের আদালতে পাঠানো হয়। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মাদ আল বাসামি আরো বলেন, দুই লাখেরও বেশি মানুষকে মক্কা সীমান্ত থেকে ফেরত পাঠানো হয়েছে। কারণ হজ করার জন্য তাদের কোনো অনুমিতপত্র ছিল না। এ ছাড়া লাইসেন্স না থাকা ১ লাখ ২৮ হাজার ৯৯৯টি গাড়ি মক্কায় প্রবেশ করতে দেওয়া হয়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct