অ্যাম্বুলেন্সের সাইরেন
নুর বেগম
আশা-নিরাশার সবথেকে ভয়ংকর আওয়াজ,,,!
হুট করেই একটা দূর্ঘটনা ঘটবে!
রক্তাক্ত,ক্ষতবিক্ষত শরীরটা লুটিয়ে পড়বে
কোনো একটা “অ্যাম্বুলেন্স” দ্রুততার সঙ্গে এসে
দেহটাকে নিয়ে যাবে হাসপাতালের উদ্দেশ্যে,
কিন্তু,হঠাৎ করেই থেমে যাবে “অ্যাম্বুলেন্সের সাইরেন”
আর গন্তব্য হয়ে যাবে ভিন্ন...!!!
তারপর সাথে সাথে হারিয়ে যায় কত শত গড়া স্বপ্ন,
জীবন পরিকল্পনার বাঁধ ভাঙে উন্মাদ স্রোতে।
শ্বাস রেখে নিঃস্ব করে অস্ত্বিত্বটাকে নিয়ে যায়-
“সে” পৃথিবীর বুকে থেকে নিজের সঙ্গে করে!
আর মনটা টানা পড়ে মূর্ত-বিমূর্তের আকর্ষনে,
তাই সাদা-কালো যবনিকায় উৎস খোঁজে বারংবার।
তারপর?তারপর কত বসন্ত মধুর হবে ফ্যাকাসে,
কত মুখ তলিয়ে যাবে অপরিচিত পাতায়,
কত হাত সরে যাবে মাথা থেকে,,,
দিন-মাস-বছর তারপর? চলতে থাকা,চলতে থাকা
সেই একটি “মুখ” ফিরে পাওয়ার যন্ত্রনায়
তিল তিল “না পাওয়ার” অসুখ নিয়ে স্তিমিত
হয়ে যাওয়া,,,
তারপর আকাশের নীচে দাঁড়িয়ে নিজের ধ্বংস স্তূপ
নিজেই অসহায়ের মতো গড়তে দেখা,,,!!
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct