আপনজন ডেস্ক: ফ্রান্সে পুলিশের গুলিতে ১৭ বছরের কিশোর নাহেল এম হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। এর মধ্যে প্রাণ হারিয়েছেন বহু বিক্ষোভকারিদের পাশাপাশি পুলিশও। যার ফলে আটক করা হয়েছে শত শত বিক্ষোভকারীকে। দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসন, আগুন লাগানো হয়েছে শত শত গাড়িতে। এমন পরিস্থিতিতে দাঙ্গা থামানোর জন্য সবার কাছে কাতর আবেদন জানালেন নিহত কিশোর নাহেল এমের ঠাকুরমা নাদিয়া। বিক্ষোভকারিদের উদ্দেশ্যে হিংসা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আপনারা দয়া করে এই হিংসা থেকে দূরে থাকুন। স্কুল, কলেজ ধ্বংস করবেন না। বাসগুলি পোড়াবেন না। কারণ বাসের যাত্রীদের মধ্যে অনেক মায়েরা রয়েছেন। এতে সাধারণ মানুষের অনেক সমস্যা হচ্ছে।আপনারা শান্ত হোন।' নাহেলের মৃত্যুতে বিক্ষোভকারীদের কাছে আবেদন জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক আত্মীয় বলেন, 'এই হত্যাকাণ্ড ঘিরে পুরো ফ্রান্সে দাঙ্গা ছড়িয়ে পড়ুক, সেটা আমরা চায় না।আমরা কখনই ঘৃণা বা দাঙ্গার ডাক দিইনি। এখন যা চলছে, সেটা নাহেলের জন্য নয়।’বরং নাহেলের স্মরণে রাজপথে শান্তিপূর্ণ ‘সাদা মিছিল’করা হোক। চলমান বিশৃঙ্খলার কারণে পরিবার একসঙ্গে বসে তাকে স্মরণ করার মতো একটি মুহূর্তও পায়নি। আমরা চাই সবকিছু শান্ত হোক। সোশ্যাল মিডিয়া, দাঙ্গা, সবকিছুই শান্ত হওয়া দরকার।'
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct