আপনজন ডেস্ক: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার দাবি করলেন, কেন্দ্রীয় ভিস্তা প্রকল্পে (সংসদ ভবন নির্মাণ প্রকল্প) জন্য কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার ২০ হাজার কোটি টাকা ব্যয় করছে, কিন্তু বাংলার ৭,৫০০ কোটি টাকা আটকে রাখা এমজিএনআরইজিএ প্রকল্পে দরিদ্রদের ১০০ দিনের কাজের জন্য দিতে পারত। আলিপুরদুয়ারের ফালাকাটায় এক জনসভায় অভিষেক বলেন, কেন্দ্রের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি বৈষম্যের অভিযোগের বিরুদ্ধে তার দল প্রতিবাদ চালিয়ে যাবে। তিনি বলেন, আপনারা আমাদের বিরুদ্ধে সিবিআই ও ইডির মতো কেন্দ্রীয় এজেন্সি মোতায়েন চালিয়ে যেতে পারেন, কিন্তু আমরা বহিরাগতদের সামনে মাথা নত করব না, যারা বাংলার মানুষের জীবনযাত্রার অবস্থা নিয়ে কম চিন্তিত। তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতির বিরুদ্ধে গ্যারান্টি দেওয়ার কথা বলছেন, কিন্তু তিনি দুর্নীতিতে জড়িত বিজেপি নেতাদের বিরুদ্ধে কখনও ব্যবস্থা নেননি। অভিষেক জনতাকে জিজ্ঞেস করেন, আপনাদের এলাকার গ্যারান্টার কে, দিদি নাকি মোদী? যিনি উন্নয়নের জন্য কাজ করেন, নাকি নির্বাচনের আগে মিথ্যা প্রতিশ্রুতি দেন? এর জবাবে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ঘৃণা করতে শুরু করেছে।অন্যদিকে উত্তর চব্বিশ পরগণা জেলার বাগদায় এক জনসভায় শুভেন্দু অধিকারী বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচনে এটি প্রমাণিত হবে। আপনাদের ভোট যাতে লুট না হয়, সেদিকে সতর্ক থাকুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct