আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন (এসইসি) ৮ জুলাইয়ের পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রাথমিকভাবে এলাকা আধিপত্য, নাকা চেকিং, আস্থা তৈরির ব্যবস্থা, আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য চেকপয়েন্ট এবং টহলের জন্য ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। সমস্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা পঞ্চায়েত নির্বাচন আধিকারিক (ডিপিইও), পুলিশ কমিশনার এবং এসপিদের পাঠানো এক নির্দেশিকায় নির্বাচন কমিশন বলেছে, কমিশন এবং জেলা ও পুলিশ প্রশাসনের কাছ থেকে রাজনৈতিক সহিংসতা বা ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেলে টহল, রুট মার্চ এবং অন্যান্য আস্থা তৈরির পদক্ষেপের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এতে আরও বলা হয়েছে, জেলাগুলিতে পৌঁছতে শুরু করা সিএপিএফের ৩১৫ জন কয় মোতায়েনের ক্ষেত্রে অবশ্যই নির্দেশাবলী সত্য চেতনায় অনুসরণ করতে হবে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কার্যকর যোগাযোগ জোরদার করতে ডিপিইও, সিপি/এসপি, পিআরও, পর্যবেক্ষক এবং নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত অন্যান্য কর্মকর্তাদের মোবাইল নম্বর সিএপিএফের কমান্ডার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শেয়ার করতে হবে। রাজ্য নির্বাচন কমিশনের এক কর্মকর্তা পিটিআইকে বলেছেন, পরিস্থিতির উপর নির্ভর করে তারা পরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি পর্যালোচনা করতে পারেন। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে বাধ্য হয়েছে। কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনী আদৌ বুথে বুথে নিরাপত্তার দায়িত্বে থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এর প্রশ্ন ওঠা শুরু হয়েছে শনিবার জারি করা রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি ঘিরে। কারণ, রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বুথের মধ্যে বা বুথ কেন্দ্রিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কোনও টু শব্দ নেই। কমিশন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র মানুষের আস্থা অর্জন করার লক্ষ্যে রুট মার্চ, নাকা চেকিং, ভোটের সময় সীমান্ত সুরক্ষায় কাজ করে যাবে। কেন্দ্রীয় বাহিনীকে পঞ্চায়েত ভোটে কীভাবে কাজে লাগানো হবে তা নিয়ে শুক্রবারই কেন্দ্রীয় বাহিনীর কর্তা, রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে কমিশনের বৈঠক হয়েছিল। তার পরেই এ দিন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তি ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে রাজনিতক মহলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct