সুরজীৎ আদক, উদয়নারায়ণপুর, আপনজন: অভিনব উদ্যোগে তৃণমূল কংগ্রেসের ভোট প্রচার হাওড়া জেলার উদয়নারায়নপুরে। বুধবার উল্টো রথ। এদিন উদয়নারায়ণপুরের সিংটি বাজার এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে জিলিপি খাইয়ে মিষ্টিমুখ করালেন ভোটারদের। প্রচারে নেবে এমনই ভাবে ভোটারদের মন জয় করলেন হাওড়া জেলা পরিষদের প্রার্থী সুলেখা পাঁজা। উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি সুলেখা পাঁজা এবারে তিনি হাওড়া জেলা পরিষদের ৩৮ নম্বর আসনে তৃণমূলের কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন । প্রার্থী ঘোষনা হওয়ার পর থেকেই মিছিল থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের মাধ্যমে প্রচার চালাচ্ছেন জেলা পরিষদের প্রার্থী সুলেখা পাঁজা। উল্টো রথের দিন অভিনব ভাবে ভোটের প্রচার করতে দেখা যায়। এলাকার ব্যবসায়ী ও পথ চলতি মানুষদের মন জয় করলেন জিলিপি খাইয়ে মিষ্টিমুখ করানোর মাধ্যমে পাশাপাশি পরিবেশ বাঁচাতে সকলের হাতে একটি করে চারাগাছ তুলে দেন। জানা গেছে এদিন প্রায় ২২৫কিলো জিলিপি মানুষদের মধ্যে বিলিয়ে দেন সুলেখা।এবং ২০৩০ টি চারাগাছ বিতরণ করেন।পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য। নির্বাচনে বিভিন্ন কর্মসূচীর ফাঁকে হঠাৎই প্রচারের মাঝে উপস্থিত হয়ে প্রার্থীর সঙ্গে এদিন চারাগাছ, জিলিপি স্থানীয় ব্যবসায়ীদের বিতরণ করেন হাওড়া গ্রামীণ জেলার তৃণমূলের চেয়ারম্যান তথা এলাকার বিধায়ক সমীর পাঁজা। বিধায়ক সমীর পাঁজার সুরে সুর মিলিয়ে জিলিপির মত মিষ্টি হোক সকলের সম্পর্ক জিলিপির প্যাচের মত সম্পর্ক না হয় এই বার্তা দিলেন ভোট প্রচারে হাওড়া জেলা পরিষদের ৩৮ নং আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুলেখা পাঁজা।উল্টো রথযাত্রার দিনে এই অভিনব ভোট প্রচার যথেষ্টই সাড়া ফেলেছে মানুষদের মধ্যে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct