আপনজন ডেস্ক: সি ট্রায়াল শুরু করেছে বিশ্বের বৃহত্তম প্রমোদতরী ‘আইকন অব দ্য সিস’।সোমবার (১৯ জুন) ফিনল্যান্ডের মেয়ার তুর্কু শিপইয়ার্ড থেকে আড়াই লাখ গ্রস টনের বিশালাকার এই প্রমোদতরী প্রথমবারের মতো সমুদ্রযাত্রা শুরু করে।ভ্রমান পিপাসু যাত্রীদের জন্য নির্মানাধীন বিশ্বের সবচেয়ে বড় এই প্রমোদতরীর কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এখন চলছে পরীক্ষা-নিরীক্ষা এবং শেষ মুহূর্তের কাজ।রয়েল ক্যারিবিয়ানের এই দৈত্যাকার প্রমোদতরীটি লম্বায় প্রায় ১ হাজার ২০০ ফুট। আর সবকাজ শেষে এটির ওজন দাঁড়াবে ২ লাখ ৫০ হাজার ৮০০ টনে। এরমধ্যেই জাহাজটি পানিতে ভাসানো হয়েছে। ফিনল্যান্ডের একটি ইয়ার্ডে তৈরি করা হয়েছে আইকন অব দ্য সিস। আনুষ্ঠানিকভাবে এটির যাত্রা শুরু হবে ২০২৪ সালের জানুয়ারিতে। আর এ জাহাজটিতে করে একসঙ্গে প্রমোদ ভ্রমণে যেতে পারবেন ৫ হাজার ৬১০ যাত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct