অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ভোটের ডিউটি এড়ানোয় শোকজ করা হলো ভোটকর্মী দের। শোকজের উত্তর যথাযথ না হলে, প্রশিক্ষণ শিবিরে অনুপস্থিত থাকা ভোট কর্মীদের বিরুদ্ধে নেয়া হবে আইনানুক ব্যবস্থা। বুধবার এমনটাই জানালেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার।দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলা প্রশাসনের তরফে প্রতিটি ব্লকে স্তরে ইতিমধ্যে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ প্রিসাইডিং অফিসার, ফাস্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, ফোর্থ পোলিং অফিসার ইত্যাদি পদমর্যাদার প্রায় কয়েক হাজার ভোট কর্মী প্রশিক্ষণ নিয়ে ফেলেছেন ইতিমধ্যে। তবে এর মধ্যে প্রায় কয়েকশো ভোট কর্মী অংশগ্রহণ করেননি প্রশিক্ষণ শিবিরে।এ বিষয়ে জেলাশাসক বিজিন কৃষ্ণ জানান, প্রায় ৩০০ জন এর কাছাকাছি ভোট কর্মী প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শিবিরে অনুপস্থিত ছিলেন। আগামী শনি ও রবিবার তাঁদের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। যারা অনুপস্থিত ছিলেন তাঁরা সেই ১ এবং ২ তারিখে প্রশিক্ষণ নিতে পারবেন। এরপরেও যদি প্রশিক্ষণ না নেন, তাহলে ৩ তারিখের মধ্যে তাদেরকে কারণ দেখাতে বলা হয়েছে। ৪ জুলাই আরো একটি মপ-আপ ট্রেনিং রয়েছে। আশা করছি এই সময়ের মধ্যে ভোট কর্মীরা প্রশিক্ষণ শিবিরে যোগদান করবেন। না এলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct