নিজস্ব প্রতিবেদক, ডায়মন্ডহারবার, আপনজন: গত রবিবার বৃক্ষ রোপণ উৎসব শুভ আরম্ভ হল দক্ষিণ ২৪ পরগনা জেলা ডায়মন্ড হারবার হুগলি নদীর পাড়ে, এসডিও গ্রাউন্ডের সন্নিকটে। বৃক্ষরোপণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, ডায়মন্ডহারবার পুরসভার মহানগরিক প্রণব দাস । স্থানীয় পরিবেশ প্রেমী সংগঠন ‘গ্রিন টুমেরো’-র আহব্বানে এদিন সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেঘাচ্ছন্ন আকাশ এবং অল্প বৃষ্টির মধ্যেও মহিলাদের উপস্থিতির হার ছিল উল্লেখযোগ্য। সুরশ্রী-র মহিলা শিল্পীদের সুর মূর্ছনায় উদ্বোধনী সংগীতের মধ্যে দিয়ে বৃক্ষরোপণ উৎসবের উদ্বোধনের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞানী ও গবেষক ডঃ মৈনাক মন্ডল তাছাড়াও শিল্পী, ডাক্তার, শিক্ষক, সংবাদ কর্মী থেকে শুরু করে সমাজের সর্বস্তরে সাধারণ মানুষ। ‘গ্রিন টুমেরো’-র সাধারণ সম্পাদক পিন্টু ঘোষ বলেন, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে এই বৃক্ষ রোপণ উৎসবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছিলাম। স্বতঃস্ফূর্তভাবে এত মানুষের উপস্থিতি দেখে আমরা সত্যিই অভিভূত।
আগামী দিনে আমরা ৫ লক্ষ বৃক্ষ রোপনের লক্ষ্যমাত্রা রেখেছি। আজ আমরা ১০০ টি ফুল ও কাঠের গাছ রোপনের মাধ্যমে যা শুভারম্ভ করলাম। তিনি আরো বলেন, যুগ যুগ ধরে মুষ্টিমেয় মানুষের দ্বারা এই পরিবেশ নষ্ট হয়েছে। তাই আগামী দিনে প্রাণীকুলকে বাঁচিয়ে রাখার জন্য এবং প্রকৃতিতে স্বাভাবিক অক্সিজেন ভান্ডার ঠিক রাখার জন্য মানুষকেই বৃক্ষরোপনের মধ্য দিয়ে বাড়তি দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। এই বৃক্ষরোপন কর্মকাণ্ডে আগামী দিনে সমাজের সর্বস্তরের মানুষকে তিনি এগিয়ে আসার আহ্বান জানান।বৃক্ষরোপণ উৎসবে উল্লেখযোগ্য উপস্থিতি ছিলেন, দক্ষিণ চব্বিশ পরগনা তথা সুন্দরবনের পরিবেশ সৈনিক নামে পরিচিত শুভ্রদীপ বৈদ্য। যিনি পরিবেশ এবং বন্যপ্রাণ নিয়ে দীর্ঘদিন ধরে ধারাবাহিক ভাবে কাজ করে আসছেন। তিনি বলেন , কিছু অবিবেচক মানুষের অনৈতিক কাজকর্মের জন্য আজ বিশ্ব উষ্ণায়নের সৃষ্টি হয়েছে। বাতাসে গ্রিনহাউসে গ্যাসের পরিমাণ মাত্রা বৃদ্ধি পাচ্ছে। যার ফলস্বরূপ, পৃথিবীর স্বাভাবিক উষ্ণতা আরো বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো বলেন, কেবল বৃক্ষরোপন না তাকে যথাযথ সংরক্ষণ করে বড় করে তোলার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। তবেই সবুজ পৃথিবীর লক্ষ্যে এই বসুন্ধরা মা-কে আবার সুজলা সুফলা শস্য শ্যামলা করে গড়ে তোলা যাবে।বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে green tomorrow এই বৃক্ষরোপণ কর্মসূচি, সমাজে শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের দ্বারা বিশেষভাবে প্রশংসিত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct