মনিরুজ্জামান, দেগঙ্গা, আপনজন: আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে উত্তর ২৪ পরগনার যে সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতিদের তৃণমূল কংগ্রেস বিভিন্ন কারনে জেলা পরিষদের টিকিট দিয়েছে তারমধ্যে অন্যতম একজন হলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি মফিদুল হক সাহাজি(মিন্টু সাহাজি)। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতিতে জিতে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন। মাত্র ২১ বছর বয়সে ১৯৯৩ সালে পঞ্চায়েত নির্বাচনে জিতে গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হয়েছিলে। এবার দল মফিদুল হক সাহাজিকে জেলা পরিষদের ৪২ নম্বর আসনে প্রার্থী করেছে। এই ৪২ নম্বর আসনের মধ্যে আছে দেগঙ্গা ব্লকের চৌরাশি, আমুলিয়া, চাকলা এবং কলসুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৯০ টি বুথ। এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছাড়াও আছে আই এস এফ, বিজেপি প্রার্থীরা। ইতিমধ্যে জোররকদমে মফিদুল হক সাহাজি তাঁর নির্বাচনী এলাকায় প্রচার শুরু করে দিয়েছেন। আর প্রচারের ক্ষেত্রে অন্য দলের প্রার্থীদের থেকে কয়েক কদম এগিয়ে আছেন মফিদুল। সকাল, বিকেল দু’বেলাতেই প্রচার করছেন।সকাল ৯ টা শুরু হয় তাঁর প্রচার। কোনও দিন দুপুরে কোনও কর্মীর বাড়িতেই মধ্যাহ্নের আহার সেরে একটু বিশ্রাম নিয়ে আবার প্রচার।তিনি বলেন,মানুষের প্রচুর সাড়া পাচ্ছি। সময় কম।তবুও চেষ্টা করছি সবার কাছে পৌঁছানোর।পথ সভা,কর্মী সভা,মিছিল করছি। মিন্টু সাহাজি বলেন, যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ১২ বছরে হয়েছে, বামফ্রন্টের ৩৪ বছরে তার কিছুই হয়নি।লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, স্বাস্থ্য সাথী, রূপশ্রী সহ বিভিন্ন উন্নয়ন দেখেই মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে।নিজের জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত মফিদুল হক সাহাজি। তবে জয়ের মার্জিন কতটা বাড়ে সেটাই ভাবাচ্ছে তাঁকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct