সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: আগামী ৩০ শে জুন অভিষেক ব্যানার্জীর খয়রাসোল গোষ্ট ডাঙায় নির্বাচনী সভা করার কথা। যার প্রেক্ষিতে জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ পুলিশ আধিকারিকগন সভাস্থল পরিদর্শন করেন। পরক্ষণেই দলীয় সূত্রে খবর মুখ্যমন্ত্রী আগামী ৩ রা জুলাই বীরভূমে আসছেন নির্বাচনী সভার লক্ষ্যে। এদিকে মঙ্গলবার ফের ক্ষোভের মুখে পড়েন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে নামলে সাংসদ শতাব্দী রায়কে পানীয় জলের সমস্যা, বিধবা ভাতা সহ একাধিক সমস্যা নিয়ে বিক্ষোভ দেখান দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামের বাসিন্দারা গ্রামবাসীরা। বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। আজ দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামে প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই কালী মন্দির এর কাছে শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আর এই গ্রামেই বাড়ি তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ভোলানাথ মিত্রের। সম্প্রতি যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় নবজোয়ার কর্মসূচিতে এসে ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন এবং পরবর্তীকালে তাঁকে পদ থেকে সরিয়ে দিয়ে ১৫ জনের ব্লক কোর কমিটি গঠন করে দেওয়া হয়। উল্লেখ্য, এর আগেও দিদির দূত কর্মসূচিতে গিয়ে বারংবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাকে। তারপর ফের পঞ্চায়েত নির্বাচনের প্রচারেও সেই একই দৃশ্য দেখা যাচ্ছে । যদিও এই নিয়ে মুখ খুলতে চাননি সাংসদ শতাব্দী রায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct