সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: নির্বাচনী সভার জন্য গত কয়েক দিন ধরে মুর্শিদাবাদ জেলায় রাজ্যর একাধিক নেতা মন্ত্রী রয়েছেন। বাদ যায়নি ডোমকল ব্লকও। রবিবার রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এসেছিলেন নির্বাচনী সভা করতে। সোমবার আসেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তার পরে মঙ্গলবার দুপুরে হাজির হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ডোমকল ব্লকের হাই স্কুল মাঠে হেলিকপ্টারে আসেন। সেখান থেকে প্রায় আড়াই কিলোমিটার রোড শো করেন দলের প্রার্থীদের নিয়ে। উপস্থিত ছিলেন ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম, জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক, ভরত পুরের বিধায়ক হুমায়ুন কবির সহ জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায় ও আরও অনেক বিধায়ক, ব্লক ও জেলা নেতা কর্মীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় প্রার্থীদের মনোবল বাড়াতেই এই রোড শো বলে জানা যায় তৃণমূল সূত্রে। পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই জেলা তৃণমূল সভানেত্রী ও চায় বিধায়কের মধ্যে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে। মঙ্গলবার হুমায়ন কবিরের ডাকে বিশাল জনসভা করার ঘোষণা করেন বহরমপুরে। এদিন সকালে সাংবাদিক বৈঠক করে বিধায়ক হুমায়ুন কবির জানান, দলের পক্ষ থেকে তার ডাকা সভা বন্ধ করার নির্দেশ দেওয়া হয় বলেও তিনি জানান। তিনি আরও বলেন অভিষেক তার সঙ্গে কথা বলেন। তার পরে তিনারা অভিষেকের রোড শোয়ে থাকবেন কি না সেই প্রশ্ন থেকে যায়।সব জল্পনার অবসান ঘটিয়ে ক্ষুব্ধ বিধায়করা উপস্থিত ছিলেন অভিষেকের রোড শোয়ে।রোড শোয়ে এসে কোনো বার্তা দেননি অভিষেক। তবে কি অভিষেকের আশার পরে ভোট বাড়বে তৃণমূল কংগ্রেসের সেটায় দেখার। অভিষেক আসার আগেই বাম ও তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ব হয়ে উঠে ডোমকল বলার ধুলাউড়ি অঞ্চল। এ নিয়ে কোনো মন্তব্য করেননি। রোড শো শেষে বিধায়ক হুমায়ন কবিরকে ডেকে পাঠায় অভিষেক বলে তৃণমূল সূত্রে খবর যদিও বার্তা দিয়েন অভিষেক সেই বিষয়ে কেও কিছু বলতে চাইনি।রোড শোয়ে যে পরিমানে তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন তাতে খুবই খুশি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে জানান ডোমকল বিধায়ক জাফিকুল ইসলাম, তিনি আরও বলেন এদিনের জনজোয়ার প্রমান করেন যে ডোমকল তৃণমূল কংগ্রেসের ঘাঁটি। আর আগামী ১১ ই জুলাই ডোমকলের সব পঞ্চায়েত জিতে উপহার দেওয়ায় হবে দলের হাতে।এদিনের রোড শোয়ে জনজোয়ার লক্ষ্য করা যায় ডোমকলের রাজ পথে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct