আজিম শেখ, ময়ূরেশ্বর, আপনজন: তৃণমূল নয় বিজেপির শক্ত ঘাঁটি বীরভূমের ময়ূরেশ্বরে ফ্যাক্টর এবার জোট প্রার্থীরা। আর সেখানেই এবার জোটের বাম প্রার্থী মুক ও বধির । নাম ঝর্ণা মন্ডল । আর দশজন প্রার্থীর থেকে আলাদা ভাব ভঙ্গিমায় এলাকায় প্রচারে নেমেছেন তিনি । ঝরঝরিয়ে কথা বলতে পারেন না, এক কথায় বলা চলে ‘নির্বাক’, কানেও পাননা শুনতেও। তেইশের পঞ্চায়েত নির্বাচনে তাকেই প্রার্থী করেছে সিপিআইএম । তিনি ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের ১৭৮ নম্বর আসনের প্রার্থী । রথযাত্রা উৎসবের পর থেকে ই প্রচারে নেমেছেন এই ঝরনা দেবী। বাড়ি বাড়ি গিয়ে চাইছেন ভোট ও। আর তার আহানে সাড়া দিয়ে এলাকাবাসীরাও তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন । তবে সর্বক্ষণ ঝর্ণা দেবীর পাশে প্রচারের সঙ্গী হয়ে থাকছেন তার স্বামী পূর্ণ চন্দ্র মন্ডল তিনি নামে তার স্ত্রীর প্রচারে সর্বক্ষণ পূর্ণ সহযোগিতা করে চলেছেন । তবে শুধুই কি পঞ্চায়েত নির্বাচন ? উত্তর না। এখানেই থেমে থাকতে নারাজ ঝর্ণা দেবী । অব্যবস্থার প্রতিবাদে সংসদীয় রাজনীতিতেও যোগ দিতে আগ্রহী বীরভূমের এই একমাত্র মুখ ও বধির প্রার্থী।ঝর্ণাদেবী তো কথাই বলতে পারেন না । তবে সংবাদমাধ্যমে এত কথা জানলো কি করে সেটাই ভাবছেন তো ? আসলে তার মনের ভাব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তার স্বামী পূর্ণচন্দ্র মন্ডল। আর ঠিক কিভাবে চলছে প্রচার ? যদিও তৃণমূলের কুণ্ডলা অঞ্চল সভাপতি আশিস মণ্ডল এই মুক ও বধির প্রার্থী দেওয়াকে এক কথায় ইমোশনাল ব্ল্যাকমেল হিসেবেই দেখছেন। তবে তৃণমূলের এই কথাই আমল দিতে নারাজ সিপিএম । মানুষ তৃণমূলের বিরুদ্ধে গিয়ে এই প্রার্থীকে জয়ী করবে সে বিষয়ে আশাবাদী বাম সমর্থক মহিতোষ মন্ডল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct