আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: ২০১৩ পঞ্চায়েত নির্বাচনে আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিল বীরভূম। নেপথ্যে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। যদি নির্দল প্রার্থীদের পুলিশ সমর্থন করে। পুলিশের উপর বোম মারুন। অনুব্রতর ‘বোম মারুন’ নিদান আজও লোকের মুখে মুখে ঘুরে। অনুব্রতর এহেন মন্তব্যের পর তাঁকে চিনেছিল গোটা বাংলা। তার কয়েকদিন পর বীরভূমের অখ্যাত পাড়ুইয়ে খুন হতে হয় নির্দল প্রার্থীর হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষকে। হৃদয় অনুব্রত গোষ্ঠীর বিরোধী হিসেবে তৃণমূল করলেও টিকিট না পেয়ে নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন। ২০২৩ এর ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে কসবা গ্রাম পঞ্চায়েতে বোলপুর ব্লকের পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী। ২০১৩ পঞ্চায়েতের ভোটের আগের দিন রাত আজও তাড়া করে সাগর ঘোষের পরিবারকে।হৃদয়ের বাবার খুনের মামলার জল গড়ায় অনেক দূর। কিন্তু পরে অনুব্রতর হাত ধরেই তৃণমূলে ফিরে আসেন তিনি। এবারও সেই হৃদয়কে বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির ১১ নম্বর আসন থেকে প্রার্থী করেছে তৃণমূল। যাঁর হাত ধরে তাঁর দলে ফিরে আসা, ঘটনাচক্রে সেই অনুব্রত এখন দিল্লির তিহাড় জেলে বন্দি। পঞ্চায়েত নির্বাচন নিয়ে কী ভাবছেন হৃদয়? অনুব্রতর অনুপস্থিতি কি বীরভূমে তৃণমূলকে ভোগাবে? কয়েকদিন আগেই হৃদয় ঘোষ বাইক দুর্ঘটনায় আহত হয়ে এখন বাড়িতেই। অস্ত্রোপচার হয়েছে। তবে এবারের নির্বাচনে আমি জিতব এই বিষয়ে আশাবাদী।’হৃদয় আরও বলেন, ‘আমাদের পঞ্চায়েত সমিতির বেশিরভাগ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের দলের প্রার্থীরা জয়ী হয়েছেন। তবে আমার আসনে ভোট হচ্ছে। আমি জিতব বলেই বিশ্বাস। দুর্ঘটনায় আহত হয়েছি আমি কিন্তু আমার অনুপস্থিতিতেই দলের কর্মীরা প্রচার করছেন। বিধায়ক ও ব্লক সভাপতিরাও সাহায্য করছেন। দল আমাকে কসবা অঞ্চলের দায়িত্বও দিয়েছে।অনুব্রত মণ্ডলকে নিয়েও মুখ খোলেন হৃদয়। তিনি কি আদৌ মনে করেন যে অনুব্রত কোনও অপরাধ করেছেন? জবাবে তৃণমূল প্রার্থী বলেন, ‘ওঁর নামে বেশি বেশি করে বলা হচ্ছে। গরুপাচারের থেকে বড় বড় অপরাধীরা বাইরে রয়েছেন। গরু পাচারকাণ্ডে কাউকে গ্রেফতার করতে হয়, তবে সব বিএসএফ আধিকারিকদের গ্রেফতার করা উচিত। কারণ আমার মনে হয় বিএসএফের সবাই এই কাজে যুক্ত।কেষ্টর পাশে দাঁড়িয়ে কার্যত সুর চড়িয়েছেন হৃদয়। তিনি বলেন, ‘অনুব্রত মণ্ডলের নামে মিথ্যে কেস দিয়ে তাঁকে ফাঁসানো হয়েছে। উনি কী কারও গোয়াল থেকে গোরু চুরি করেছেন? উনি তা করেননি। কারও গরু উনি কেড়েও নেননি।’ হৃদয় জানিয়েছে তাঁর হাতে ও পায়ে অস্ত্রোপচার হয়ে গিয়েছে। দ্রুত সুস্থ হয়ে তিনি ভোটের লড়াইয়ে আসতে চান।২০১৩ পঞ্চায়েতের ভোটের আগের দিন রাত এখনো তাড়া করে বেড়াচ্ছে গুলিবিদ্ধ হয়ে খুন হওয়া সাগর ঘোষের স্ত্রী সরস্বতী ঘোষকে। ভোটের কথা মুখে আনলেই তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct